আশিকুর রহমান, জবি প্রতিনিধি
ইউসিজি কর্তৃক ২৫-২৬ অর্থবছরের বাজেট বৃদ্ধি এবং জবিয়ানদের অন্যান্য সকল দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার ( ৬ মে ) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিন করে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা, জ্বালো রে জ্বালো আগুন জ্বালো, বৈষম্যের গদিতে আগুন জ্বালো একসাথে, ইউসিজির বৈষম্য মানি না মানব না, বাজেট নিয়ে বৈষম্য মানি না মানব না, একশন টু একশন ডাইরেক্ট একশন, বৈষম্যের বিরুদ্ধে ডাইরেক্ট একশন, জবিয়ানের একশন ডাইরেক্ট একশন, ইত্যাদি স্লোগান দেয়।
শিক্ষার্থীরা বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের সেসব সুযোগ সুবিধা থাকার কথা জবিতে তা নাই, পর্যাপ্ত ক্লাস নাই, হল নাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থাকা সত্ত্বেও তাদের বাজেট অনেক বেশি বরাদ্দ দেয়া হয়েছে কিন্তু জবির জন্য এত কম কেন। আমাদের সাথে বৈষম্য করা হলে আমরা কি করতে পারি তা ৫ আগস্টেই দেখিয়েছি।
বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, আমরা চাই, বিশ্ববিদ্যালয় যদি চলে বিশ্ববিদ্যালয়ের মতো চলুক, অন্যথায় চিরতরে বন্ধ হয়ে যাক।
পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকল আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে। ইউজিসি চেয়ারম্যানকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনার ইউজিসি চেয়ারম্যান পদে বসতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্যাগ রয়েছে। সুতরাং বৈষম্য বন্ধ করুন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসনসহ চার দাবি মেনে নিন।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলো।
মন্তব্য