![]()
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে জয়পুরহাট শহরে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে এক অভিনব ও ব্যতিক্রমধর্মী মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ফয়সল আলিমের সমর্থকরা এই প্রতিবাদ মিছিল আয়োজন করেন। রাতের অন্ধকারে হাজারো মোবাইলের আলো একত্রে জ্বলে উঠলে পুরো এলাকা আলোকিত হয়ে ওঠে এবং প্রতিবাদের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়।
![]()
এই ব্যতিক্রমী প্রতিবাদে প্রায় সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফয়সল আলিমের প্রতি সমর্থন জানিয়ে এবং মনোনয়ন বাতিলের অবিচারমূলক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
![]()
প্রতিবাদে উপস্থিত ছিলেন পাঁচবিবি থানা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদক এবং বালিঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, জয়পুরহাট জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হাসানুদ্দিন তুষারসহ আরও অনেকে। নেতৃবৃন্দ বলেন, তৃণমূলের নেতা-কর্মীদের চাওয়া-অভিমত উপেক্ষা করে নেওয়া মনোনয়ন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।



মন্তব্য