সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
 

সাইবার নিরাপত্তায় দেশের ঢাল হয়ে দাঁড়িয়েছেন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ ইয়াসিন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫

সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ মোহাম্মদ ইয়াসিন

প্রযুক্তি প্রযুক্তি ডেস্ক

বাংলাদেশের সাইবার নিরাপত্তা অঙ্গনে নতুন আশার আলো নিয়ে সামনে এসেছেন পিরোজপুর জেলার মঠবাড়িয়ে উপজেলার সালাউদ্দীন আকন এর ছেলে  তরুণ প্রযুক্তি উদ্যোক্তা মোহাম্মদ ইয়াসিন। আন্তর্জাতিক মানের সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ সেবা তিনি নিজস্ব উদ্যোগে বাংলাদেশ পেরিয়ে এখন সৌদি আরবেও দিয়ে যাচ্ছেন। তাঁর প্রতিষ্ঠিত Cyber Security ltd ইতোমধ্যে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে পরিচিত একটি নাম। এই Founder হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

 

দেশি–বিদেশি প্ল্যাটফর্মে সফল সাইবার স্পেশালিস্ট

মোহাম্মদ ইয়াসিন বিভিন্ন ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান, অনলাইন প্ল্যাটফর্মসহ অসংখ্য ক্লায়েন্টকে সাইবার নিরাপত্তা সেবা দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। শুধু দেশেই নয়, ভারত ও সিঙ্গাপুর বেসরকারি আইটি বিশেষজ্ঞদের সঙ্গেও দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি—যা তাঁর দক্ষতার আন্তর্জাতিক স্বীকৃতি তুলে ধরে।

 

দেশজুড়ে সাইবার সুরক্ষায় Cyber Protection টিমের নিরলস ভূমিকা

তার নেতৃত্বে গঠিত Cyber Protection টিম—ফেসবুক আইডি ও পেজ রিকভারি, ওয়েবসাইট সিকিউরিটি, ইউটিউব ও টিকটক অ্যাকাউন্ট নিরাপত্তা, হ্যাকিং, ব্ল্যাকমেইলিং ও সাইবার বুলিং প্রতিরোধ, স্ক্যামিং প্রতিরোধ ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজগুলো সফলভাবে করে আসছে।

ব্যক্তিগত এবং ব্যবসায়িক অ্যাকাউন্ট রক্ষা থেকে শুরু করে ওয়েবসাইট সিকিউরিটি—সবক্ষেত্রেই টিমটি বর্তমানে একটি নির্ভরযোগ্য নাম।

 

স্কুল-কলেজে সাইবার সচেতনতার বড় উদ্যোগ

যুবকের ভাবনায় শুধু প্রযুক্তি নয়—সচেতন প্রজন্ম গড়ে তোলাই মূল লক্ষ্য। তাই তিনি পরিকল্পনা করেছেন দেশের সব সরকারি–বেসরকারি স্কুল ও কলেজে সাইবার সচেতনতামূলক সেমিনার আয়োজনের।

তার মতে— “তরুণ প্রজন্মকে সাইবার ঝুঁকি, অনলাইন প্রতারণা ও সাইবার বুলিং সম্পর্কে জানানো এখন সময়ের সবচেয়ে বড় চাহিদা।”

এই উদ্যোগ বাস্তবায়নে তিনি এবং তার টিম ইতোমধ্যে কাজ শুরু করেছেন।

রাষ্ট্রীয় সহায়তা পেলে আরও বড় পরিসরে কাজ করতে চান

ইয়াসিনের ভাষায়— “আমরা দেশের জন্য কাজ করছি। রাষ্ট্রীয় সহযোগিতা পেলে সব স্কুল–কলেজে সচেতনতা কার্যক্রম পৌঁছে দিতে পারব। দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মিশন।”

তিনি আরও জানান, Cyber Protection টিম হ্যাকড বা ডিজেবলড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দ্রুত পুনরুদ্ধারসহ ধর্মবিরোধী ও বিভ্রান্তিকর কনটেন্টের বিরুদ্ধে নিয়মিত রিপোর্টিংও করে যাচ্ছে।

 

বাংলাদেশে সাইবার নিরাপত্তা—কেন এত জরুরি?

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী এখন প্রায় ১৩ কোটির বেশি। কিন্তু সচেতনতার অভাবে হ্যাকিং, স্ক্যাম, ডাটা লিক—এসব সমস্যা দিনদিনই বাড়ছে।

এই প্রেক্ষাপটে মোহাম্মদ ইয়াসিনের মত প্রযুক্তিবিদদের কাজ অত্যন্ত সময়োপযোগী এবং প্রয়োজনীয়।

Cyber Security ltd—ডিজিটাল বাংলাদেশের ভবিষ্যৎ সাইবার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই সংশ্লিষ্টরা মনে করেন।

সাইবার সুরক্ষায় সাহসী নেতৃত্বের নতুন প্রতীক

প্রযুক্তি দক্ষতা, দায়বদ্ধতা এবং দেশপ্রেমকে সঙ্গী করে সামনে এগিয়ে চলেছেন মোহাম্মদ ইয়াসিন।

তিনি প্রমাণ করেছেন— সাইবার নিরাপত্তা কেবল প্রযুক্তি নয়, বরং জাতীয় নিরাপত্তা ও জনসচেতনতায় এক অনন্য দায়িত্ব

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon