![]()
তথ্য প্রযুক্তি ডেস্ক
সিঙ্গাপুরে অনলাইন নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে কাজ করে আলোচনায় এসেছেন বাংলাদেশি তরুণ সাইবার সচেতনতা কর্মী মো. ইয়াসিন ও টীম। সম্প্রতি তিনি দেশটির ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ক্ষতিকর ও অশ্লীল (https://badsite-singpore-trash123xyz) ওয়েবসাইট শনাক্ত করে নিষ্ক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ইতিমধ্যে এমন আরো কিছু ওয়েবসাইট সনাক্ত করেছেন তিনি। সেগুলো অতি দ্রুত তিনি ও তার টিম নিষ্ক্রীয় করবেন বলে জানান।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ইয়াসিন যে ওয়েবসাইটগুলো শনাক্ত করেছেন, সেগুলো কেবল অশ্লীল কনটেন্ট ছড়াচ্ছিল না—বরং ব্যবহারকারীর ডেটা চুরি, ম্যালওয়্যার ইনস্টল এবং অননুমোদিত ট্র্যাকিংয়ের মতো ঝুঁকি তৈরি করছিল। দ্রুত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সাইটগুলো সিঙ্গাপুরের নেটওয়ার্ক থেকে অপসারণ করা সম্ভব হয়।
মো. ইয়াসিন জানান, “ইন্টারনেটকে নিরাপদ রাখা সবার দায়িত্ব। বিশেষ করে তরুণ প্রজন্ম যেন বিভ্রান্ত না হয় এবং সাইবার অপরাধীরা যেন সুযোগ না পায়—এটাই আমার লক্ষ্য।”
সিঙ্গাপুরের বেশ কিছু অনলাইন সেফটি গ্রুপ এবং ব্যবহারকারীরা ইয়াসিনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, স্বাধীনভাবে কাজ করা এমন তরুণদের কারণে ইন্টারনেট পরিবেশ দিন দিন আরও নিরাপদ হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশি তরুণদের মধ্যে যেভাবে সাইবার সিকিউরিটির আগ্রহ বাড়ছে, ইয়াসিনের মতো উদাহরণ ভবিষ্যতে আরও অনেকে অনলাইন নিরাপত্তায় অবদান রাখতে অনুপ্রাণিত করবে।



মন্তব্য