![]()
সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি, ঢাকা
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেলো একাদশ শ্রেণির (২০২৫–২০২৬) নবীন শিক্ষার্থীদের “নবীনবরণ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান”। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি সকাল ১১টায় কলেজের সাংবাদিক শহিদ মেহেদী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে বরণ করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াত ও হামদ-নাতের মাধ্যমে সূচনা হওয়া এ আয়োজনে ইসলামী সংগীত, কবিতা আবৃত্তি, আলোচনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. ফরহাদ, জিএস ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসিফ আবদুল্লাহ, ছাত্র পরিবহন সম্পাদক, ডাকসু এবং হেলাল উদ্দিন রুবেল, সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী কলেজের প্রধান অধ্যক্ষ ড. কাকুলি মুখোপাধ্যায় ম্যাম। এবং অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সোহরাওয়ার্দী কলেজ ছাত্র শিবিরের সভাপতি নুরুন্নবী আকন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি আজিজুর রহমান আজাদ নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,“তোমরাই আগামী দিনের নেতৃত্ব বহন করবে। জ্ঞানের পাশাপাশি চরিত্র, আদর্শ ও আত্মশুদ্ধির পথে এগিয়ে যাওয়ার মাধ্যমে তোমরা এই জাতির প্রকৃত সম্পদে পরিণত হতে পারবে। এর জন্য প্রয়োজন সঠিক পথনির্দেশ, যা ছাত্র শিবিরে রয়েছে। ”
অনুষ্ঠানের প্রধান আলোচক এস. এম. ফরহাদ, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,“নবীন শিক্ষার্থীদের উচিত শিক্ষা জীবনের শুরুতেই লক্ষ্য স্থির করে নেওয়া এবং সেই লক্ষ্যে অধ্যবসায়ী থাকা। সুশিক্ষা ও আদর্শের সমন্বয়েই একজন পূর্ণ মানুষে পরিণত হওয়া এবং অন্যায়ের সাথে কখনো আপোষ না করা।”
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবির সভাপতি নুরুন্নবী আকন্দ বলেন,“ অন্যান্য বছর নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলেও, এই প্রথম আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার সুযোগ হয়েছে। আশা রাখছি ভবিষ্যতে আরোও সুন্দর ভাবে আমরা এই আয়োজন করতে পারবো। সকল শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যৎ কামনায় ছাত্রশিবির সবসময় তাদের পাশে রয়েছে।”
ড. কাকুলি মুখেপাধ্যায় ম্যাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে বলেন,“শিক্ষা জীবনের এই নতুন অধ্যায়ে তোমরা যেন মানবিকতা, শৃঙ্খলা ও নৈতিকতার আলোয় নিজেদের গড়ে তোলো। আমি আশা করি ছাত্রশিবিরের এমন উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের সৎ পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে।”
অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারী নবীন শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করা হয়। পুরো অডিটোরিয়াম নবীনদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে।



মন্তব্য