![]()
সাইফুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি
ইন্দোনেশিয়ার বালিতে ১ থেকে ৮ নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল অষ্টম বিশ্ব ভভিনাম চ্যাম্পিয়নশিপ। যেখানে বাংলাদেশ পেয়েছে দারুণ সাফল্য। প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে বাংলাদেশ দল তিনটি ব্রোঞ্জপদক জয় করেছে।মোহাম্মদ জাবেদুল ইসলাম চৌধুরী তাঁর ফাইট (৫৭ কেজি) ইভেন্টে চমৎকার লড়াইয়ের পর তৃতীয় হয়েছেন। মাহমুদুল আনাম তাসদীদ ও মোহাম্মদ জাবেদুল ইসলাম চৌধুরী যৌথভাবে তাঁদের দ্বৈত ফর্ম ইভেন্টে (তলোয়ার ফর্ম ইভেন্ট) তৃতীয় হয়ে ব্রোঞ্জপদক জিতেছেন। ভভিনামের এই বিশ্ব আসরে বিশ্বের ২৬টি দেশ অংশগ্রহণ করে। বিশ্ব ভভিনাম ফেডারেশন (ভিয়েতনাম) এবং ইন্দোনেশিয়া ভভিনাম ফেডারেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় এই আসর। আসরে বাংলাদেশ দলের কোচ ও ম্যানেজার ছিলেন যথাক্রমে মোঃ তবিবুর রহমান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ভভিনাম অ্যাসোসিয়েশন (টিম কোচ) এবং মোহাম্মদ এরশাদ হোসেন, সহ-সভাপতি, বাংলাদেশ ভভিনাম অ্যাসোসিয়েশন (টিম ম্যানেজার)।



মন্তব্য