রবিবার, ২ নভেম্বর ২০২৫
 

অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীনের বিদায়: অশ্রুসিক্ত আবেগে ভেসে গেল কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৫

---

সাইফুল ইসলাম | চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি 
৩৬ বছরের গৌরবময় শিক্ষকতা জীবনের অবসানে অশ্রুসিক্ত বিদায়ে কলেজ প্রাঙ্গণ মুখর হয়ে উঠল ভালোবাসা ও কৃতজ্ঞতায়। হস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীনের অবসর উপলক্ষে আয়োজিত বিদায় অনুষ্ঠানে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল গভীর আবেগের ছোঁয়া।

বিদায় অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক এইচ এম আবু ওবায়দা। নুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য এডভোকেট এস. এম. ফোরকান, শেষ অতিথি ছিলেন গভর্নিং বডির হিতৈষী সদস্য মোহাম্মদ তৈয়ব,গভনিং বডির সদস্য এড. জাহিদ হোসেন, জনাব দলিল আহমদ, জনাব আবদুল করিম। সভায় সভাপতিত্ব করেন
নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমীর রঞ্জন নাথ।

এছাড়াও উপস্থিত ছিলেন গভর্নিং বডির অন্যান্য সদস্য, শিক্ষকও কলেজের কর্মচারীনৃন্দ। অনুষ্ঠানে একে একে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। বক্তারা আবেগভরে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন—
“অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন আমাদের অভিভাবক, দিকনির্দেশক ও প্রেরণার বাতিঘর।”

শেষ মুহূর্তে সহকর্মীদের আলিঙ্গনে অশ্রুসিক্ত দৃষ্টিতে বিদায় নেন তিনি। দায় অনুষ্ঠানের পুরো পরিবেশে ছিল নীরব শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার মিশেল। অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীনের বিদায় শুধু একটি দায়িত্বের ইতি নয়, এটি এক যুগের অবসান। র নীতিবোধ, শৃঙ্খলা ও মানবিক আচরণ কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের প্রতিটি মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।  অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন গত ২৯ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ বুধবার ৬০ বছর পূর্ণ হওয়ায় সরকারি নিয়ম অনুযায়ী অবসর গ্রহণ করেন।
এর পরদিন বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কলেজে অনুষ্ঠিত হয় তাঁর আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান।
একই দিনে উপাধ্যক্ষ সমীর রঞ্জন নাথ গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি কলেজ পরিচালনায় গভর্নিং বডি, শিক্ষক–কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।

অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন ১৯৬৫ সালের ৩০ অক্টোবর চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহলা সাধারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন। ক্ষাবান্ধব পরিবারে বেড়ে ওঠা এই গুণী শিক্ষক তার পিতা মরহুম মোহাম্মদ আবুল কাশেম (এম.এ.বি.টি)-এর আদর্শে অনুপ্রাণিত ছিলেন। নি ছিলেন নোয়াপাড়া কলেজ, রাউজানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও রেক্টর। ক্ষা ও মানবিকতার মূল্যবোধই জসীম উদ্দীনের জীবনের চালিকাশক্তি হয়ে ওঠে।

১৯৮৯ সালের ২ নভেম্বর জীববিজ্ঞান বিষয়ে প্রভাষক হিসেবে যোগ দেন কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে। রপর তিন দশকেরও বেশি সময় ধরে নিষ্ঠা, সততা ও নেতৃত্বগুণের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন আদর্শ শিক্ষক ও সফল প্রশাসক হিসেবে। তিনি কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সহকারী অধ্যাপক: ১ জুলাই ১৯৯৯ – ৫ সেপ্টেম্বর ২০০২ পাধ্যক্ষ: ৫ সেপ্টেম্বর ২০০২ – ৭ ফেব্রুয়ারি ২০১৫
অধ্যক্ষ: ৭ ফেব্রুয়ারি ২০১৫ – ২৯অক্টোবর ২০২৫ পর্যন্ত দায়িত্ব পালন করেন। দীর্ঘ এই পথচলায় তিনি কলেজের শিক্ষা–পরিবেশ উন্নয়ন, শিক্ষক–শিক্ষার্থীর বন্ধন দৃঢ়করণ এবং প্রতিষ্ঠানকে একটি সুশৃঙ্খল মডেল কলেজ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon