![]()
সাইফুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার খোয়াজ নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফেজার বাপের বাড়ি সংলগ্ন সড়কটি ধসে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি এখন জনদুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির একাংশ ধসে পড়েছে, যার দুইপাশেই গভীর পুকুর, যার কারণে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও রোগীবাহী যানবাহনের জন্য এটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
এলাকাবাসীরা জানান, রাস্তা ধসে যাওয়ার কারণে রোগী বা জরুরি প্রয়োজনে কাউকে নিয়ে যাওয়া এখন খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। একপাশে সামান্য ভারসাম্য হারালেই যানবাহন বা পথচারী নিচের পানিতে পড়ে যাচ্ছে। ইতোমধ্যে কয়েকজন পথচারী এই স্থানে পড়ে আহত হয়েছেন বলেও জানা গেছে।
একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। দুই পাশে গভীর পুকুর, মাঝখানে ভাঙা রাস্তা — একটু অসাবধান হলেই দুর্ঘটনা। আমরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছি।”
আরেকজন বলেন,
“বৃষ্টি বা জোয়ারের সময় পানি উঠে গেলে রাস্তা পুরোপুরি অচল হয়ে যায়। তখন স্কুলের শিক্ষার্থীরা এমনকি রোগীকেও নেওয়া যায় না। কিন্তু প্রশাসন ও জনপ্রতিনিধিরা এখনো কোনো পদক্ষেপ নেয়নি।”
দুই স্কুলপড়ুয়া শিক্ষার্থী জানাই, সড়কটি ধসে পড়ার কারণে স্কুলে যেতে কষ্ট হচ্ছে, অনেক সময় পড়ে যাচ্ছে পুকুরে, বৃষ্টি হলে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তারা বলেন রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হয়।
ইউপির সদস্য তাহের জানান - আমি ২০১৬ সালে নির্বাচিত হওয়ার পর ১ শতাংশ কাজের বরাদ্দ থেকে আমাদের মহিলা সদস্যের সহযোগিতায় প্রথমেই এই সড়কের কাজ শুরু করি। নির্বাচনের আগে আমি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম— জয়ী হলে সবার আগে এই সড়কটির উন্নয়ন করব। তাই সড়কটি ভেঙে যাওয়ায় আমারও খুব খারাপ লাগছে।”
তিনি আরও বলেন, “সড়কের দুই পাশে খাল থাকায় পানি স্রোতের কারণে কিছু ফাটল ধরেছিল। তখন সামান্য সংস্কার করলে এত বড় ক্ষতি হতো না। আমি বিষয়টি এলজিইডি অফিসে জানিয়েছি এবং আমাদের মাদ্রাসার শিক্ষক সিরাজ হুজুরকে সঙ্গে নিয়ে ইউএনও স্যারের কাছে লিখিত আবেদন করার উদ্যোগ নিয়েছি। এখন বরাদ্দ নেই, তবে নতুন বরাদ্দ এলে সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হবে।”
এলাকাবাসীর দাবি, দ্রুত এই সড়কটির সংস্কার না করা হলে যেকোনো মুহূর্তে বড় কোনো দুর্ঘটনা কিংবা প্রাণহানি ঘটতে পারে। তারা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে সড়কটি মেরামতের জন্য জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।



মন্তব্য