রাবি প্রতিনিধি
রাকসু নির্বাচনের পূর্বে সাংস্কৃতিক জোটভুক্ত সংগঠনসমূহকে বিকল্প জায়গায় অবিলম্বে পুনর্বাসন এবং পূর্ণাঙ্গ টিএসসিসি বাস্তবায়ন করে সংগঠনগুলোর স্থায়ী মহড়াকক্ষের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনটির নেতৃবৃন্দ। এসম লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি নাসিম আহমেদ।
নাসিম আহমেদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট এবং এর অন্তর্ভুক্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করতে অবদান রেখে চলেছে। নাটক, সংগীত, নৃত্য, আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক চর্চা শুধু শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশই ঘটায়নি, বরং জাতীয় মূল্যবোধ ও মানবিক সমাজ গঠনে বিশেষ ভূমিকা রেখেছে।
তিনি আরো বলেন, প্রায় তিন দশক ধরে জোটভুক্ত সংগঠনগুলো রাকসু ভবনের অস্থায়ী কক্ষে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এসব কক্ষ খালি করতে হবে। এর ফলে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে।
সমস্যা সমাধানের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, মাননীয় উপাচার্যের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও সমৃদ্ধ করতে এই ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করবেন।
উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। দীর্ঘদিন ছাত্র সংসদ অকার্যকর থাকায় রাকসু ভবনের কক্ষগুলোতে কার্যক্রম চালাচ্ছিলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।
মন্তব্য