ফয়সাল হোসেন, লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছে আহসান হাবিব সোপতু, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মো. আনোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে মো. মহসিন।
সোমবার বিকাল ৩ টা থেকে রামগঞ্জ উপজেলার গাজীপুর রাজ্জাকীয়া উচ্চ বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি পদে দুইজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। একজন আবুল হোসেন মার্কা চেয়ার তিনি পেয়েছেন ১৫১ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী আহসান হাবিব সোপতু আনারস মার্কায় ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়। সাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। একজন নূরে আলম মার্কা মোরগ তিনি পেয়েছেন ১৩২ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী মো. আনোয়ার হোসেন দেয়াল ঘড়ি মার্কায় ৩০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। একজন কাজী রেজাউল করিম মার্কা আম তিনি পেয়েছেন ১৬৩ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী মো. মহসিন ফুটবল মার্কায় ২৮১ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।
মন্তব্য