শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
 

চবি ও বাকৃবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৫

---
খাদেমুল ইসলাম ফরহাদ, ইবি: 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের উপর স্থানীয়দের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল। সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, সদস্য রাফিজ ও নুর উদ্দিনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় তারা চবি ও বাকৃবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর গুপ্ত সংগঠনের হামলার অভিযোগ করে তার প্রতিবাদ জানান। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় উক্ত তিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পদত্যাগের দাবি জানিয়েছেন তারা।

সমাবেশে ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্থানীয় সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ভোটাধিকার আদায়ের দাবিতে ছাত্রদলের যৌক্তিক আন্দোলনে গুপ্ত সংগঠন হামলা চালিয়েছে। গুপ্তরা সাধারণ শিক্ষার্থীদের বেশ ধরেছে। প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা ছিল ক্লাস-পরীক্ষায়। সাধারণ শিক্ষার্থীদের নামের এই ব্যানার ব্যবহার বন্ধ করতে হবে। এ শব্দ ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের কলঙ্কিত করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘চবি, বাকৃবি ও রাবি প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তারা কেন দ্রুত সমস্যার সমাধান করলেন না। কে শত শত শিক্ষার্থী ভাইবোনকে রক্তাক্ত করা হলো? এই তিন ব্যর্থ প্রশাসনের পদত্যাগ দাবি করছি। আর অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা যদি এই সন্ত্রাসীদের বিচার করতে না পারেন, সন্ত্রাসীদের মোকাবেলা করতে না পারেন তাহলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করবো।’

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon