বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
 

ড. মাসুদের প্রচেষ্টায় ভোগান্তি থেকে মুক্তি পেল ৩ ইউনিয়নবাসী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৫

---

মোঃ আব্দুল্লাহ আল মামুন , বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়নের বাজারের পশ্চিম পাশের সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। খানাখন্দে ভরা এবং অল্প বৃষ্টিতেই বড় বড় গর্তগুলো ছোটখাটো পুকুরের মতো হয়ে সড়কটিতে সৃষ্টি হতো জলাবদ্ধতা। ফলে গত দুই-তিন বছর যাবত সড়কটি দিয়ে চলাচলকারী কনকদিয়া, সূর্যমনি এবং মদনপুরা ইউনিয়নবাসীর দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল এটি।

এমন বাস্তবতায় ৩ ইউনিয়নবাসীর এই দুর্ভোগের খবর পৌঁছে যায় বাউফল উন্নয়ন ফোরাম ও বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদের কাছে। কালক্ষেপণ না করে দ্রুততার সাথে জনভোগান্তির বিষয়টি আমলে নিয়ে নিজ খরচে রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন তিনি। এতে ড. মাসুদের প্রতি স্থানীয়রা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গতকাল ১ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কনকদিয়া বাজারের তিনমাথা ও ইসলামী ব্যাংক সংলগ্ন এই সড়কটিতে সংস্কার কার্যক্রম চলে। এতে ১০ ট্রলি বালি ও ১০ ট্রলি ইটসহ অন্যান্য নির্মাণসামগ্রী ব্যবহৃত হয়। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন কনকদিয়া ইউনিয়ন জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ২০-২৫ জন কর্মী। স্থানীয় বাসিন্দা রহিমা খাতুন (৩৫) বলেন, এই রাস্তাটা ঠিক কইরা দিছে মাসুদ ভাই। আমরা তার জন্য দোয়া করি। আপনারাও তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তার মনের আশা পূরণ করেন। তাকে যেন এমপি পদে পাস করায়। কনকদিয়ার স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন (৫৫) বলেন, এই রাস্তাটা দীর্ঘদিন যাবত খারাপ ছিল। বহুত দুর্ঘটনা ঘটছে। স্কুলে যাওয়া মেয়ে ছেলেরা দুর্ঘটনায় আহত হইছে। মাসুদের মাধ্যমে এই রাস্তাটা হইতে আছে। আমি হের প্রতি চিরকৃতজ্ঞ। নিয়মিত রাস্তা ব্যবহারকারী খোদেজা বেগম (৫০) বলেন, রাস্তাটা মাসুদ ভাই করে দিছে। আল্লাহ মাসুদ ভাইরে ভালো রাখুক। হায়াত দারাজ করুক। হে যেই আশা করছে, হেই আশা পূরণ করে আল্লাহ যেন হেরে জয় করে। স্কুলে সন্তান নিয়ে যাওয়ার পথে আসমা বেগম (৩৩) বলেন, এই রাস্তা দিয়ে হাটতে অনেক কষ্ট করছি। এহন পোলাপান লইয়া হাটতে অনেক ভালো লাগে। পোলাপান স্কুলে দিয়ে আসছি। মাসুদ ভাইকে ধন্যবাদ এবং দোয়া করি আমরা। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাউফল উপজেলার শূরা ও কর্মপরিষদ সদস্য এস ডি আব্দুল্লাহ শিবলী, কনকদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল করিম ফরিদ, কনকদিয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাহমুদুল হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন কনকদিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা মনিরুজ্জামান, সহ-সভাপতি সগীরুল ইসলাম, আব্দুল করিম, মোঃ রাসেলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon