মোঃ রুবেল, প্রতিনিধি ইন্দুরকানী (পিরোজপুর)
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এর ওপর পুলিশ ও সেনাবাহিনী কতৃক হামলার প্রতিবাদে পিরোজপুরের ইন্দুরকানীতে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদের উপজেলা শাখা।
সোমবার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন দলের কার্যালয় থেকে মিছিলটি শুরু করে প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে আল মাদানি মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি মো: আলাউদ্দিন হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: রুবেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের জেলা সাংগঠনিক সম্পাদক সিরাজ খান আরিফ।
বক্তারা বলেন, নুরুল হক নুরের ওপর হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ৪৮ ঘন্টার আল্টিমেটামের এখনো ২৪ ঘন্টা বাকি আছে, এর মধ্যে অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং নুরের সু চিকিৎসা নিশ্চিত করতে হবে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। এসব দাবী আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারীদেন তারা।
মন্তব্য