কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা কমিটি নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি সভা করেছে থানা পুলিশ।
কাউখালী থানা পুলিশের আয়োজনে বুধবার(৩সেপ্টেম্বর) দুপুর ১২টায় থানার সভাকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ শান্তিপূর্ণ ভাবে উদযাপন করতে উপজেলা বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দের সাথে আগাম প্রস্তুতিমূলক মতবিনিময় সভা করেছেন কাউখালী থানা পুলিশ । অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি এনামুল হক,সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, নুরুল হুদা বাবু, আখড়াবাড়ি দূর্গা পূজা কমিটির সভাপতি পলাশ কর্মকার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কাউখালী উপজেলা শাখার আহবায়ক ও আখড়া বাড়ি দুর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক দুলাল শীল ধলু, হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কাউখালী উপজেলার সদস্য সচিব পল্লব সিকদার, লিটন কান্তি বড়াল, অপু দাস, রনজিত কুমার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন কাউখালী থানার এসআই দীপক চন্দ্র বালা।
মন্তব্য