রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হচ্ছে প্রথম বর্ষের শিক্ষার্থীরা। এছাড়া নির্বাচনে প্রার্থীও হতে পারবেন তারা। এ জন্য মনোনয়ন মনোনয়ন সংগ্রহের সময় আরো একদিন বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কোষাধ্যক্ষের কার্যালয়ে রাকসু নির্বাচন কমিশনারদের মধ্যে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে। পরে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম।
এফ নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাবি ও পরামর্শের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ অধিকতর অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করার নিমিত্তে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এজন্য মনোনয়ন ফরম উত্তোলনের সময় আরো একদিন বাড়ানো হয়েছে।
পূনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী প্রার্থীরা ৪ ও ৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। দাখিলকৃত মনোনয়নপত্র ৮ ও ৯ সেপ্টেম্বর বাছাই করে ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন প্রত্যাহারের জন্য ১৩ সেপ্টেম্বর নির্ধারিত রয়েছে।
সব প্রক্রিয়া শেষে ১৪ সেপ্টেম্বর নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে ওই দিনই গণনা সম্পন্ন করে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।
মন্তব্য