আশিকুর রহমান, জবি প্রতিনিধি
ইসলামি শিক্ষা, দর্শন ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য এই বছর ‘বায়তুশ শরফ স্বর্ণপদক’ পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইব্রাহীম খলিল। তাঁর সাথে আরও তিনজন বিশিষ্ট ব্যক্তিকেও এই পদক দেওয়া হবে।
রোববার (৩১ আগস্ট) বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের প্রচার উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক শাব্বির আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পদকপ্রাপ্ত অন্যরা হলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান, দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক কবি আবদুল হাই শিকদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ সিদ্দিকী।
আগামী বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব চট্টগ্রামের কেন্দ্রীয় বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। এই সংবর্ধনা অনুষ্ঠানটি বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী পবিত্র মিলাদুন্নবী (সা.) মাহফিলের অংশ। সোমবার (১ সেপ্টেম্বর) এই মাহফিলের উদ্বোধন করেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী।
পাঁচ দিনব্যাপী এই মাহফিলের কর্মসূচির মধ্যে রয়েছে ১ সেপ্টেম্বর বায়তুশ শরফ আদর্শ কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার ৪৩তম বার্ষিক সভা। ২ সেপ্টেম্বর সাংস্কৃতিক প্রতিযোগিতা, শিশু-কিশোরদের পরিবেশনায় ‘পাখপাখালির আসর’। ৩ সেপ্টেম্বর শানে মোস্তফা (সা.) মাহফিল। ৫ সেপ্টেম্বর জুমাবার বাদ মাগরিব আজিমুশশান ওয়াজ ও মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি।
এছাড়াও, প্রতিদিন সকাল ১০টা থেকে কেরাত, হামদ, নাত, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বায়তুশ শরফের ভক্ত-মুরিদান ও ধর্মপ্রাণ মুসলমানদের এই মাহফিলে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ।
মন্তব্য