সোমবার, ৩ নভেম্বর ২০২৫
 

কর্ণফুলী জামায়াত নেতৃবৃন্দের সাথে শিবিরের কেন্দ্রীয় সভাপতির মতবিনিময়

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫

---

সাইফুল ইসলাম,  চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি 

চট্টগ্রামের কর্ণফুলীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) কর্ণফুলী উপজেলা জামায়াত কার্যালয়ে এই সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। কর্ণফুলী উপজেলা জামায়াতের আমীর মাস্টার মনির আবছার চৌধুরীর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি বদরুল হক, জেলা শিবির সভাপতি আবদুর রহিম,কর্ণফুলী উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুদ্দীন জাহাঙ্গীর, ব্যবসায়ী ফোরামের সভাপতি মোঃ ইলিয়াছ মেম্বার, উপজেলা শিবিরের সভাপতি আমিনুল ইসলাম মুকুল এবং জামায়াতের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে দাওয়াতি কার্যক্রম জোরদার করতে হবে। নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে সংগঠনের প্রতিটি কর্মীকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

এসময় শিবির সভাপতি জামায়াতের নেতাদের সঙ্গে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এবং যৌথ উদ্যোগে সামাজিক ও মানবিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon