রবিবার, ২ নভেম্বর ২০২৫
 

নদী ভাঙন এলাকা পরিদর্শনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ আগস্ট ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম এলাকার পদ্মা নদীর ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ,রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য  আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

 

শুক্রবার (৮ আগস্ট ) বিকেল ৫ টার পময়  দিকে তিনি দেবগ্রাম ইউনিয়নের মুন্সি বাজার সংলগ্ন নদী ভাঙন এলাকায় উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়ে বলেন,

 

“পদ্মা নদীর ভাঙনে মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকা আজ হুমকির মুখে।আমরা সরকারের কাছে দাবী জানিয়েছি রাজবাড়ীতে পদ্মা ব্যারেজ করতে হবে,গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের অনেক অংশ নদীতে বিলিন হয়ে গেছে,আমরা এই নদী শাসনের জন্য ঢাকা একটি বড় সেনিার করেছি যেন এই পদ্মা ব্যারেজ হয়। বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার রাজবাড়ীর জন্য কোন কাজ করে নাই ,তাহলে আমাদের এত লোকের বসত বাড়ী ঘর নদীতে বিলিন হয়ে যেত না। সামনের নির্বাচনে রাজবাড়ীতে বিএনপিকে আপনারা ভোট দিয়ে রাজবাড়ীতেে একটি স্থায়ী নদী শাসনের সুযোগ করে দিবেন ।”

 

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা,গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু,গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবলু, গোয়ালন্দ পৌর বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহিন,গোয়ালন্দ পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার সহ গোয়ালন্দ উপজেলা ও দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ নদী ভাঙনের ভয়াবহতা সহ্য করে আসছে। প্রতিবার বর্ষা মৌসুমে শত শত পরিবার বাস্তুচ্যুত হয়, অথচ স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয় না।

 

পরিদর্শন শেষে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম স্থানীয় বাজার ও ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon