ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলার ১নং সাতুরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত ০৪নং তারাবুনিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়কের বেহাল দশা চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষা মৌসুমে কাদা আর পানি মিলে সড়কটি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
ছবিতে দেখা যায়, বিদ্যালয়গামী প্রধান এই কাঁচা সড়কটি একাধিক স্থানে হাঁটুসমান কাদায় ভরে গেছে। কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন এই দুর্গম পথ পার হয়ে বিদ্যালয়ে যেতে চরম ভোগান্তির শিকার হচ্ছে। অনেক শিক্ষার্থী কাদা ও ভিজে কাপড় নিয়ে স্কুলে পৌঁছায়, কেউ কেউ বাধ্য হয়ে অনুপস্থিত থাকে।
স্থানীয় বাসিন্দা মোঃ তানিম জানান,
“এই রাস্তাটির অবস্থা দীর্ঘদিন ধরেই এমন। বর্ষা এলেই পুরো পথটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে শিশু শিক্ষার্থীরা সবচেয়ে বেশি কষ্ট পায়। আমরা অনেকবার আবেদন জানিয়েছি, কিন্তু আজও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এখন তো বোর্ড পরীক্ষার সময় সামনে, এই অবস্থায় ছাত্রছাত্রীরা কীভাবে বিদ্যালয়ে যাবে?”
স্থানীয়দের ভাষ্যমতে, ০৪নং তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শুধু একটি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি বোর্ড কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। প্রতিবছর শতাধিক শিক্ষার্থী এখানে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে।
তাদের প্রশ্ন—একটি বোর্ড কেন্দ্রের রাস্তায় বছরের পর বছর কেন এমন অবস্থা থাকবে? কেন এ এলাকায় উন্নয়নের ছোঁয়া আসছে না?
এলাকাবাসী আরও জানান, বর্ষা মৌসুমে স্কুলে যাওয়া শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, অসুস্থ রোগী, কৃষক, সাধারণ মানুষ সবার জন্যই ভোগান্তিকর হয়ে ওঠে এই রাস্তা। মজবুত পাকা সড়ক না হওয়া পর্যন্ত এই কষ্টের শেষ নেই।
এবিষয়ে উপজেলা এলইজিডির প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, “ দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার করে যাতায়াতের উপযোগী করে তোলা হবে।
মন্তব্য