শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
 

পাথরঘাটায় নাশকতা ঠেকাতে যৌথবাহিনীর চেকপোষ্ট, ৫২ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ আগস্ট ২০২৫

---

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 

বরগুনার পাথরঘাটা নাশকতা ঠেকাতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৫টি মোটরসাইকেল জব্দ ও  মামলা।  ৭ আগাস্ট  বিকাল ৪টা থেকে সারে ৬টা পর্যন্ত  লেঃকমান্ডার, মো:আব্দুর রহমান (ট‍্যাজ)বিএন  এর নেতৃত্বে ১৩ সদস্য বিশিষ্ট ০১টি দল পাথরঘাটা উপজেলার পৌরসভার  তালতলা বাজার গোল চত্বর এলাকায় নৌবাহিনী ও পাথরঘাটা ট্রাফিক পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করা হয়।

চেকপোস্ট চলাকালীন মটর সাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়।

 

চেকপোস্ট চলাকালীন মোট ১৯০ টি মটর সাইকেল হেলমেট, কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স এবং ০২টি প্রাইভেট কার  ২০টি অটো এর  কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি চেক করা হয়। এর মধ্যে *১৫ টি বাইকের হেলমেট ও ০১টি অটোরিকশা নথিপত্র ঠিক না থাকায় এ ৫২০০০ টাকা জরিমানা করা হয় এবং ০৫ টি মোটরবাইক  জব্দ করা হয়।

চেকপোস্ট চলাকালীন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক ছিল।

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon