বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী মোছা. মাসতুরা মুনিয়া ফারজানা চলতি বছরের চীনা সরকার প্রদত্ত টাইপ-এ ক্যাটাগরির ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন।
এই স্কলারশিপের আওতায় তিনি আগামী সেপ্টেম্বর মাসে চীনের নানজিং ইনফরমেশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে যাচ্ছেন। তাঁর গবেষণার বিষয় প্রয়োগিক আবহাওয়াবিদ্যা ।
এই স্কলারশিপের আওতায় প্রতি মাসে তিনি ৩,৫০০ চায়নিজ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯,০০০ টাকা, স্টাইপেন্ড (উপবৃত্তি) হিসেবে পাবেন। এছাড়াও তিনি ফ্রি আবাসন সুবিধা ও টিউশন ফি মুক্ত উচ্চশিক্ষা উপভোগ করবেন।
মাসতুরার শিক্ষাজীবনের উল্লেখযোগ্য দিকগুলো হলো:
অনার্সে সিজিপিএ: ৩.৭৯ মাস্টার্সে সিজিপিএ: ৩.৮৫ আইএলটিএস স্কোর: ৭.৫ প্রকাশিত গবেষণাপত্র: ৯টি
তিনি তাঁর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে গবেষণা কাজ সম্পন্ন করেছেন বিভাগের সম্মানিত অধ্যাপক ড. আবু রেজা মোহাম্মদ তৌফিকুল ইসলাম স্যারের তত্ত্বাবধানে। তিনি বলেন,
“স্যারের কাছেই হাতে-কলমে গবেষণার কাজ শিখেছি। তাঁর সহযোগিতা ও উৎসাহ ছাড়া এই পথচলা সম্ভব হতো না।”
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়েও তিনি ছিলেন অত্যন্ত সক্রিয়। তিনি আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন কেন্দ্র -এর এক বছরের একটি গবেষণা প্রকল্পে কাজ করেছেন।
তার এই অসাধারণ সাফল্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের জন্য এক গর্বের বিষয়, বিশেষত দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা শিক্ষার্থীদের জন্য এটি একটি অনুকরণীয়
মন্তব্য