বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
 

ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে দাওয়াতী সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ আগস্ট ২০২৫

 

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌরসভা কর্তৃক আয়োজিত এক দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এ দাওয়াতি সবার আয়োজন করা হয়। বুধবার (৬ আগস্ট) বিকাল সাড়ে ৩ টার সময় রাজবাড়ী আজাদী ময়দানে সামনে (বি আর ই এল) অফিস কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, রাজবাড়ী জেলা আমীর ও রাজবাড়ী-১ আসনে জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন সেক্রেটারি, জেলা মিডিয়া বিভাগ ও রাজবাড়ী পৌরসভার জেলা শূরা সদস্য ডাঃ মোঃ হাফিজুর রহমান। সভায় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা জামায়াতের শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক অধ্যাপক হেলাল উদ্দিন। তিনি বলেন, “এটা দেখা বড় কথা না কে কত বড় নেতা। যদি কেউ চাঁদাবাজি করে বা দুর্নীতি করে, তাহলে সাংবাদিকদের উচিত তার মুখোশ খুলে দেওয়া। যদি সে জামায়াতে ইসলামীর সদস্য হয় তবুও তাকে ছাড় দিয়ে কোন কথা হবে না।” তিনি আরও বলেন, “আমরা সাহিত্যচর্চার জন্য দেশে ভালো কোনো অবকাঠামো পাই না। আমাদের উচিত লেখালেখির পরিবেশ গড়ে তোলা।” প্রধান অতিথি অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম বলেন, “দীর্ঘ ১৭ বছর পর আমরা দেশে কথা বলার সুযোগ পেয়েছি। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ফলেই আমাদের এই সুযোগ এসেছে।” আমরা অনেকদিন পর সাংবাদিকদের সাথে কথা বলার সুযোগ পেয়েছি। আমরা এই গণ অভ্যুত্থানের আগে সাংবাদিকদের সাথে কোন কথা বলার সুযোগ পাইনি। আমার ভালো লাগছে যে আজকে আপনারা জামায়াত ইসলামের ডাকে এসেছেন। তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। শুধু বাংলাদেশে নয়, বাইরের দেশেও আমাদের কার্যক্রম রয়েছে।” সভায় স্থানীয় সাংবাদিকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তারা সমাজের ন্যায়ের পক্ষে কাজ করতে এবং সত্য প্রকাশে অবিচল থাকার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে সবাইকে ধর্মীয় বই উপহার দেওয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon