মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
 

রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ আগস্ট ২০২৫

---
শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর খানখানাপুরে শহীদ আবদুল গণি শেখের কবর জিয়ারত, পুস্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও মোনাজাত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের বড় মসজিদের পাশের কবরস্থানে শহীদ গণি শেখের স্মরণে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। এ সময় তিনি বলেন,“আবদুল গণি শেখ ছিলেন নিরীহ একজন শ্রমজীবী মানুষ, যিনি চলমান একটি গণতান্ত্রিক আন্দোলনের বলি হয়েছেন। একটি স্বাধীন রাষ্ট্রে নাগরিকদের জীবন এভাবে থেমে যাওয়া আমাদের জন্য বেদনাদায়ক। আমরা চাই, তার মতো নিরপরাধ মানুষের আর কোনো মৃত্যু যেন না হয়। আজকের এই কর্মসূচি আমাদের গণতান্ত্রিক চেতনা ও মানবাধিকারের প্রতি দায়বদ্ধতার প্রমাণ।”
এছাড়াও উপস্থিত ছিলেন,জেলা পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তারিফ-উল-হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাহমুদুর রহমান, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোঃ আসলাম মিয়া, শহীদ গণির স্ত্রী লাকি আক্তার, মেয়ে শিশু জান্নাত, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চর খানখানাপুর ঈদগাহ মসজিদের ইমাম মোঃ দেলোয়ার হোসেন। শহীদ গণি শেখের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য যে,রাজধানীর গুলশান-২ এর সিক্স সিজন হোটেলের কারিগরি বিভাগে কর্মরত ছিলেন আবদুল গণি শেখ। ২০২৪ সালের ১৯ জুলাই সকালে তিনি ঢাকার উত্তর বাড্ডার গুপীপাড়া এলাকার বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে শাহজাদপুর বাঁশতলা এলাকায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান সংঘর্ষে গুলিবিদ্ধ হন। সংঘর্ষের মধ্যে মাথার ডান পাশে গুলি লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকার পর স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়, যেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গোটা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়, বিশেষ করে একজন নিরপরাধ শ্রমজীবী মানুষের এমন মৃত্যুতে জনমনে গভীর ক্ষোভ ও শোকের ছায়া নেমে আসে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon