মো. শামীম হোসাইন, পিরোজপুর
পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় জেল-জুলুম, অত্যাচারের স্ট্রিম রোলার চালানো হয়েছিল। আল্লাহর রহমতে আমরা সেখান থেকে মুক্তি পেয়েছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশকে একটি সংস্কারমূলক রাষ্ট্র ও গঠনমূলক নির্বাচনের লক্ষ্যে আন্দোলন করেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের এক বছর’ উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যারা এখনো মনে করে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে, তারা বোকার স্বর্গে বাস করছে। আমাদের মিছিলে আসা ব্যক্তিদের তালিকা করছো, আমরাও তোমাদের তালিকা করছি। গত ১৭ বছর ধরে “রাজাকার রাজাকার” বলতে বলতে যারা গলা শুকিয়ে ফেলেছে, তারা এখন ভারতে আশ্রয় নিয়েছে। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করছি, আওয়ামী লীগের পথ ধরে কিছু লোক এখন রাজাকার-রাজাকার ব্যবসা শুরু করেছে।’
মিছিলটি আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাসুদ সাঈদী আরও বলেন, ‘আওয়ামী লীগ যুদ্ধাপরাধের নামে যে বিচার শুরু করেছিল, তা ছিল একটি সাজানো নাটক। হাজারো খুনের অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। তাকে কখনোই ক্ষমা করা যায় না। বন্দি বিনিময়ের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে।’
তিনি বলেন, ‘কিছু লোক আমাদের উসকানি দিয়ে উত্তেজিত করতে চাইবে, কিন্তু আমরা শান্ত থাকবো। ইনশাআল্লাহ, বিজয় আমাদেরই হবে।’
সমাবেশে তিনি আরও দাবি করেন, শেখ হাসিনার শাসনামলে সংগঠিত হত্যা, গুম ও বিভিন্ন অপকর্মের কারণে ছাত্র আন্দোলনের মাধ্যমে গত বছর ২৪ জুলাই থেকে আগস্টে তার সরকারের পতন ঘটে। দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী, ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সর্বস্তরের জনগণের আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির তোফাজ্জল হোসেন ফরিদ, জেলা সেক্রেটারি জহিরুল হক, নায়েবে আমির মাওলানা আব্দুর রব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পিরোজপুর পৌর আমির মাওলানা ইসহাক আলী, ছাত্রশিবিরের জেলা সভাপতি ইমরান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
মন্তব্য