মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
 

শিশুদিনের জীবন ও ছায়াপথ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ আগস্ট ২০২৫

 ---

মো জাকির হোসেন

আমার ছোট্ট পায়ে হাঁটা,
মাটির গন্ধে জীবন গাঁথা।
তালের পাতায় বাতাস দুলে,
বর্ণমালা মুখে ঝুলে।

টিনের ছাউনি, বৃষ্টির গান,
গুঁড়ি গুঁড়ি হেঁটে চলার অবিরাম।
মায়ের কোল, বাবার হাঁসি,
দুধভাতে সাজানো সুখের বাসি।

তালগাছ তলায় লাটিম ঘোরে,
আকাশ যেন খেলতে চায় মোরে।
চড়ুইভাতি, পুতুল খেলা,
স্মৃতির পাতায় রঙের মেলা।

ছোট্ট আমি, ছোট্ট দুনিয়া,
ভাবতাম, খেলাই সুখের সান্ধ্যা।
ভাঙা খেলনা, মাটি ঘরে,
সেই দিনগুলো আজও বুকে ভরে।

দুরন্ত হাওয়া, মনের ডানা,
আজো যেন খুঁজে ফেরে তারা।
শিশু সুরে, হৃদয় বাজে
শিশু দিন আনন্দের গান ,
আমার সেই দিন হারিয়ে,যেন প্রাণের টান।।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon