জাকির হোসেন
কথাসাহিত্য সম্রাট একজন ম্যাকি ওয়াদুদ। তিনি একজন উন্নয়ন কর্মী হিসেবে সুদীর্ঘ ২২ বছর বাংলার বিভিন্ন অলাভজনক স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থায় কর্মরত থেকে জীবনের স্বদেশের সাথে বেঁধেছেন এক সুখের প্রেমডোর।
পাশাপাশি খুব ছোটবেলা থেকে সাহিত্যের বিভিন্ন অঙ্গনে গল্প কবিতা ও প্রবন্ধ কথাকলি অন্তরায় প্রায় পাঁচশত কবিতা রচনা করেছেন এবং কবিতা আবৃত্তি উপস্থাপনায় নিজেকে ব্যস্ত রেখেছেন।
সাহিত্য বিষয়ক বিভিন্ন সংগঠনেও সক্রিয় নিজেকে অংশগ্রহণ করে তিনি আবহমান এই সোনার বাংলার অপরূপ রুপ লাবণ্যে প্রতিদিন নিজেকে নতুন নতুন করে রাঙিয়েছেন এবং দেশের অতি গভীর ভালোবাসার নিজেকে খুঁজে পেয়েছেন অনন্য রূপে।
তিনি এই বাংলার সাধারণ আর সচেতন একজন মানুষ। বাংলার মেঠোপথে নিজেকে হারিয়ে সুন্দর পৃথিবীতে খুঁজে পান মেঠোপথে কাব্যের মাঝে নিজেকে আবিষ্কার করে ফিরে ফিরে উপভোগ অপূর্ব অনন্য অনাবিল সুখ শান্তি।
বলেছিলাম ম্যাকি ওয়াদুদের কথা সাদা মনের মানুষটি আজো মা ও মাটির সাথে মিশে থাকতে চান।
মন্তব্য