শুক্রবার, ১১ জুলাই ২০২৫
 

কর্ণফুলীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানা মামলা,অভিযুক্ত পলাতক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৫

---

চট্টগ্রাম প্রতিনিধি: সাইফুল ইসলাম

চট্টগ্রামের কর্ণফুলীতে মো: নাছির উদ্দীন (৪৪) নামের এক অটোরিক্সা চালক কর্তৃক ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে।এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর পরিবার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নাছির উদ্দীন’কে আসামি করে মামলা দায়ের করেন,যার মামলা নং ০৯।

 গতকাল দুপুরের দিকে উপজেলার চরলক্ষ্যা ইউপির খুইদ্যারটেক এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত নাছির উদ্দীন পলাতক রয়েছেন বলে জানা গেছে।

 

অভিযুক্ত নাছির উদ্দীন কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ৫নং ওয়ার্ড সিদ্দিক দফাদারের বাড়ি এলাকার মো: খোরশেদ আলমের ছেলে। বর্তমানে সেই ওই কলোনির ভাড়াটিয়া বলে জানা গেছে।

 ধর্ষণের শিকার ওই কিশোরীর পরিবারের স্থায়ী ঠিকানা কক্সবাজারের পেকুয়া। তারা দীর্ঘদিন ধরে  কর্ণফুলীর চরলক্ষ্যা এলাকায় বসবাস করছেন।

 স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ভুক্তভোগী ওই কিশোরীসহ কয়েকজন মেয়ে কলোনির সামনে খেলছিলো। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশার চালক নাছির উদ্দীন তাদের কয়েকজন’কে রিক্সায় চড়ার প্রলোভন দেখান। দুজন মেয়েকে রিকশায় তুলে নিয়ে তিনি দ্রুত কলোনির বাইরে চলে যাওয়ার চেষ্টা করেন। পথে একজন লাফ দিয়ে নেমে গেলেও ভুক্তভোগী ওই কিশোরী নামতে পারেননি। নাছির তাকে একটি নির্জন কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান।

 ঘটনার দিন প্রবল বৃষ্টি হওয়ায় তাৎক্ষণিক লোক জানাজানি হয়নি সন্ধ্যার পর বিষয়টি  জানাজানি হলে রাতে ভুক্তভোগী ও তার পরিবার কর্ণফুলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

ঘটনা’টি লোক মুখে জানাজানি হওয়ার পর ওই এলাকায় উত্তেজনা কর পরিস্থিতি তৈরি হয়। তারা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 এবিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ দৈনিক পূর্বদেশ’কে বলেন,ঘটনার বিষয়ে জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এঘটনাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।ভিকটিমের পরিবারের দেওয়া তথ্য মতে আমরা তদন্ত চালাচ্ছি। অভিযুক্তকে নাছির উদ্দীন খুব শিগগিরই গ্রেপ্তার করা হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon