বুধবার, ৯ জুলাই ২০২৫
 

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ জুলাই ২০২৫

---


চট্টগ্রাম প্রতিনিধি: সাইফুল ইসলাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়িতে ১৩ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রায় দুই সপ্তাহ পর থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ অভিযুক্ত মোহাম্মদ বাবু (৩৫) কে গ্রেপ্তার করে।


ভুক্তভোগীর পরিবার জানায়, ২৩ জুন (সোমবার) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ১১নং জুঁইদন্ডী ইউনিয়নের ভুক্তভোগীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোহাম্মদ বাবু পাশের একটি ভবনে নির্মাণ শ্রমিকের কাজ তদারকি করতেন। সে সুবাদে কিশোরীর পরিবারের সাথে তার পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে।


একপর্যায়ে বাবু কিশোরীকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবার প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে অভিযোগ অনুযায়ী ঘটনার দিন দুপুরে কিশোরীকে একা পেয়ে ভয়-ভীতি দেখায় এবং পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে তাকে ঘরের ভেতর ধর্ষণ করে।


ভুক্তভোগী মেয়েটি ঘটনার পর ভয়ে বিষয়টি গোপন রাখে। এ সুযোগে অভিযুক্ত বাবু আরও কয়েকবার তার ওপর শারীরিক মেলামেশাও করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে মেয়েটি পরিবারকে বিষয়টি জানালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।


আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মো. বাবু (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”


গ্রেপ্তারকৃত মোহাম্মদ বাবু আনোয়ারা উপজেলার ১১নং জুঁইদন্ডী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বদিউর রহমান মেম্বারের বাড়ির মৃত মনির আহমদ (প্রয়াত মতন আলী)-এর পুত্র।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon