কে.ডি পিন্টু (চট্টগ্রাম) :
“সর্বকালেই পরিমাপ সকলের জন্য” এই প্রতিপাদ্যে বন্দর নগরী চট্টগ্রামে বিশ্ব মেট্রোলজি দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। ২০ মে মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিএসটিআই বিভাগীয় অফিসের উদ্যেগে আলোচনা সভা আয়োজন করে।
চট্টগ্রাম বিএসটিআই’র উপপরিচালক ও অফিস প্রধান প্রকৌশলী জনাব গোলাম রাব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড.মোঃ জিয়াউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক জনাব ফরিদা খানম এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম এর সভাপতি এস এম নাজের হোসেন।
সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম বিএসটিআই এর উপ পরিচালক ও অফিস প্রধান প্রকৌশলী জনাব গোলাম রাব্বানী।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক জনাব ফয়েজ উল্লাহ, ক্যাব চট্টগ্রাম এর যুগ্ম সম্পাদক মোঃ সেলিম জাহাঙ্গীর, বনফুল এন্ড কোং এর ব্যান্ড ম্যানেজার জনাব সুভাষ প্রিয় চাকমা, ইউনিভার বাংলাদেশ লিমিটেডের সাইট কোয়ালিটি ম্যানেজার মোঃ রিফাত মাহমুদ, বিএসআর এম এর পক্ষ থেকে জনাব জোনাইদ উদ্দিন, আবুল খায়ের এর প্রতিনিধি এবং চট্টগ্রাম ড্রিংকি ওয়াটার ওনার্স এসোসিয়েশনের ফয়সাল আব্দুল্লাহ আদনান প্রমুখ।
সভার সমাপনী বক্তব্য প্রদান ও ধন্যবাদ জ্ঞাপন করেন চট্টগ্রাম বিএসটিআই’র উপপরিচালক (মান) লুৎফর রহমান ।
এতে চট্টগ্রামের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যবসায়ী, শিল্প মালিক, সমাজ সেবকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য