সাইফুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রাম থেকে গত ১০ মে শনিবার বিকাল ৩টার দিকে নিখোঁজ হয়েছে ১০ বছর বয়সী এক শিশু। নিখোঁজ শিশুর নাম জাহিদুল ইসলাম, সে স্থানীয় বাসিন্দা মুসলে উদ্দীন ও গোলাপী বেগমের সন্তান ।
জাহিদুল এর বড়ভাই জানান, “আমার ভাউ জাহিদ নগরীর একটি টেইলার্সে কাজ করার জন্য বাসা থেকে বের হয়েছিল। কিন্তু ওই দিন বিকেলে খবল নিলে জানতে পারি সে কর্মস্থলে যায়নি। প্রথমে ভেবেছিলাম কোথাও ভুলে গিয়ে থাকবে বা কিছুক্ষণ পর ফিরে আসবে। কিন্তু এখন প্রায় ৯/১০ দিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ নেই। যার কারনে আমিসহ আমার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে।
নিখোঁজ হওয়ার সময় জাহিদের পরনে ছিল কালো রঙের গেঞ্জি এবং জিন্স প্যান্ট। উচ্চতায় প্রায় ৩ ফুট ৫ ইঞ্চি, গায়ের রঙ ফর্সা এবং দেখতে চমৎকার এক শিশু। পরিবারের ভাষ্য অনুযায়ী, হয়তো পরিবার বা কাজের বিষয়ে অভিমান করে সে বাড়ি ছেড়ে চলে গেছে। তবে এখনো সে কোথায় আছে, কেমন আছে, কিছুই জানা যাচ্ছে না।
তারা আরও বলেন, আমরা রাসব জায়গায় খোঁজ নিয়েছি, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব—সবখানে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। পরে কর্ণফুলী থানায় একটা জিডি করি
আমরা এখন আশায় আছি, কেউ যদি কোনোভাবে তাকে দেখে বা চিনে তাহলে যেন আমার সঙ্গে যোগাযোগ করে।
নিখোঁজ শিশুর সন্ধান পেলে বা দেখতে পেলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে: যোগাযোগ নাম্বার:০১৮২৮৭৭২৮৯০অথবা ০১৭৮২১৩১৬৪১
নিখোঁজ শিশুর পরিচয়:
নাম: জাহিদুল ইসলাম
বয়স: ১০ বছর
পিতা: মুসলে উদ্দীন
মাতা: গোলাপী বেগম
উচ্চতা: ৩ ফুট ৫ ইঞ্চি
গায়ের রঙ: ফর্সা
পোশাক: কালো গেঞ্জি ও জিন্স প্যান্ট
শেষ অবস্থান: খোয়াজনগর, চরপাথরঘাটা, কর্ণফুলী, চট্টগ্রাম।
মন্তব্য