জাবি প্রতিনিধি
বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আর্থিকভাবে অনগ্রসর শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন জাবি ছাত্রদল নেতা হুমায়ুন হাবিব হিরন। নবীন ব্যাচে চান্স পাওয়া শিক্ষার্থীর আর্থিক প্রতিবন্ধকতার খবর পেয়ে পাশে দাঁড়ান তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সি-ইউনিটে ৮৪তম মেধাস্থান অর্জন করেন সাদিয়া আক্তার। পিতৃহীন জীবনে অর্থনৈতিক প্রতিকূলতায় তার স্বপ্ন ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছিল। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে সংশয়ে পড়ে যান তিনি।
এমতাবস্থায় বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা বিষয়টি জানতে পেরে বিষয়টি জানান জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবিব হিরনকে। মানবিকতার পরিচয় দিয়ে তিনি তৎক্ষণাৎ সাদিয়ার পাশে দাঁড়ান এবং তার ভর্তির সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত সাদিয়া আক্তার বলেন, ‘ছাত্রদল নেতা হুমায়ুন ভাই পাশে না দাঁড়ালে হয়তো আমার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন আর বাস্তব হতো না। এজন্য আমি তার প্রতি এবং জাবি ছাত্রদলের প্রতি কৃতজ্ঞ।’
বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির দপ্তর সম্পাদক সোহাগ আহমেদ জানান, ‘সাদিয়ার বিষয়টি আমি আমাদের সমিতির সাধারণ সম্পাদক ওমর আল ফারুক পরাগের মাধ্যমে জানতে পারি। এরপর তার ভর্তির জন্য বিভিন্ন জায়গায় সহযোগিতার চেষ্টা করি। তখনই আমি হিরন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি এবং ভাই সঙ্গে সঙ্গে তার সব দায়িত্ব নিয়ে নেন।’
তিনি আরও বলেন, ‘হিরন ভাইয়ের মতো নেতাদের কারণে শিক্ষার্থীরা ভরসা পায়। জেলা সমিতির পক্ষ থেকে আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করি তিনি ভবিষ্যতেও এমন মানবিক কাজে এগিয়ে আসবেন।’
এ বিষয়ে জানতে চাইলে হুমায়ুন হাবিব হিরন বলেন, ‘এমন মানবিক ও ইতিবাচক ভূমিকা বিশ্ববিদ্যালয়ে প্রশংসিত হয়েছে। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে রাজনৈতিক কর্মীরাও একে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখছেন।’
##
মন্তব্য