সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
 

ঝালকাঠিতে আ.লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫

---

ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির নলছিটি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে পরিচালিত অভিযানে রানাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক মাস্টারকে তার নিজ এলাকা থেকে আটক করা হয়।

নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশ্রাব আলী বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ ২-এর অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। ঝালকাঠি সদর থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

 

পুলিশ জানায়, চলমান এই অভিযানের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon