কে.ডি পিন্টু (চট্টগ্রাম ব্যুরো) :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো কার্যালয় এর উপপরিচালক জনাব হুমায়ূন কবির এর সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক জনাব গোপাল কৃষ্ণ দাস এর নেতৃত্বে একটি টিম চট্টগ্রাম কোতোয়ালী থানাধীন রেলস্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে আসামী আব্দুস সালাম মোল্লা (৫৪) কে ৩,৯০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে নিয়মিত মামলা দায়ের করা হয়।
আসামীর নাম: আব্দুস সালাম মোল্লা (৫৪), পিতা: মৃত আব্দুল তাহের মোল্লা, মাতা: রাজুমন বেগম, স্ত্রী: মাহমুদা বেগম, সাং: দয়াকান্দা, নয়াপাড়া, মোল্লাপাড়া, ওয়ার্ড নং ৯, ইউনিয়ন: বিশনন্দী, থানা: আড়াইহাজার, জেলা: নারায়নগঞ্জ।
তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন স্থানে ঢাকার কেরানীগঞ্জ, কামরাঙ্গিরচর সহ বিভিন্ন স্থান থেকে ইয়াবা ব্যবসা করে আসছে বলে জানান। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে বগুড়া, মাদারীপুর সহ বিভিন্ন জায়গায় ইয়াবা সরবরাহ করতেন। তিনি যখন প্রথম ইয়াবা কক্সবাজারে কিনতে যেতেন তখন প্রতি পিস ৪৫/- করে কিনতেন, আজ কক্সবাজার ক্রয় করেন প্রতিটি ১২০/- করে। রাতে কলাতলী এলাকার একটি হোটেলে ছিলেন। কক্সবাজার সমুদ্র সৈকতে ইয়াবা লেনদেন করেন, যাতে কেউ সন্দেহ না করে।
মন্তব্য