কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
ঝালকাঠির কাঁঠালিয়ায় মাজারের দেয়াল ভাংচুর ও চুরি মামলায় উপজেলা বিএনপির যুগ্নসাধারন সম্পাদক আনোয়ার হোসেন সাগর তার সহযোগী মো.ছগির হোসেন সিকদার ও মো.জামাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। গত বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বটতলা বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২ মে) সকালে আসামীদের কোর্টে চালান করা হয়। আদালত শুনানী শেষে আসামীদের জামিন আবেদন মঞ্জুর করেন।
জামিনে মুক্তি পেয়ে আনোয়ার হোসেন তার ফেইসবুক আইডিতে পোস্ট করেন প্রতিপক্ষ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডা: মো: আবদুল জলিল মিঞাজীকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরুস্কার ঘোষণা করেন।
আবদুল জলিল মিঞাজী উপজেলা বিএনপি অফিস ভাংচুর অগ্নিসংযোগ মামলার আসামী এছাড়া রাজাপুর উপজেলার একটি রাজনৈতিক মামলারও আসামী।
মামলার বিবরণে জানাগেছে, উপজেলার সদর ইউনিয়নের চিংড়াখালী গ্রামের বাসিন্ধা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডা: মো: আবদুল জলিল মিঞাজী স্বপরিবারে ঢাকায় বসবাস করেন। এ বছরের ৩১ জানুয়ারী শুক্রবার একই বাড়ীর আনোয়ার হোসেন সাগরের নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রার্সী মিলে আবদুল জব্বার মিঞাজীর দরবার শরীফের বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ব্যাপক ক্ষতিসাধন করে এবং আসামীরা দরবার শরীফের মালামাল লুটে নেয়। ঘটনার তিন মাস পর গত ২৭ মে আনোয়ার হোসেনসহ ৮জনকে আসামী করে থানায় একটি মামলা করেন। মামলার বাদী আবদুল জলিলের অনুসারী জয়খালী গ্রামের আবু জাফর।
কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা জানান, মাজারে দেয়াল ভাংচুরের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার প্রধান আসামীসহ তিন আসামীকে গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যহত আছে।
মন্তব্য