জাহিদ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জে দীর্ঘ ছয় মাস পর একটি আয়নাঘর থেকে অক্ষত অবস্থায় মুক্তি পেয়েছেন দুই জিম্মি — শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জুব্বার। শুক্রবার (২ মে) উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মুক্তিপ্রাপ্ত শিল্পী খাতুন উপজেলার লক্ষীবিষ্ণুপ্রসাদ গ্রামের মুনসুর আলীর স্ত্রী এবং অপর জিম্মি আব্দুল জুব্বার পূর্বপাইকড়া গ্রামের মৃত রুস্তম শেখের ছেলে।
শিল্পী খাতুন জানান, তারা প্রায় পাঁচ-ছয় মাস ধরে বন্দি ছিলেন। এক মাস অন্য জায়গায় রাখার পর মুখোশপরা ব্যক্তিরা আবারও আয়নাঘরে আটকে রাখে। মাঝে মাঝে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রাখা হতো এবং অঙ্গ বিক্রির হুমকি দেওয়া হতো।
তিনি আরও জানান, অপহরণের সঙ্গে জড়িতদের মধ্যে পল্লিচিকিৎসক আরাফাত, ইউপি সদস্য শরীফ, কামরুল ইসলাম, হাফিজুল, পন্নাসহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে। বন্দিঘরে তাঁর সঙ্গে আব্দুল জুব্বারও ছিলেন, যিনি বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জহুরুল ইসলামের ছেলে সুমনের বাড়ির আয়নাঘরে একটি সংঘবদ্ধ চক্র এই অপহরণ ও জিম্মি নাটক চালিয়ে যাচ্ছিল। শুক্রবার রাত ৩টার দিকে ভুক্তভোগীরা কেঁচি দিয়ে মাটি খুঁড়ে একটি সুড়ঙ্গপথ তৈরি করে পালিয়ে আসেন।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত সাংবাদিক নাজমুল ইসলাম আরাফাতের পশ্চিম লক্ষ্মীখোলা গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ, সেনাবাহিনী, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আয়নাঘরটি শনাক্ত করে।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিখোঁজ দুই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছিল। ইতিমধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”
মন্তব্য