মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৩ (তিপ্পান্ন) পুরিয়া হেরোইনসহ নুরু শেখ (২৭) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২ মে) রাত ৮টা ৫ মিনিটের সময় দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় একটি অভিযান পরিচালনা করে পুলিশ। গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ বিল্লাল হোসেন সংগীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃত নুরু শেখ গোয়ালন্দ উপজেলার কাজী পাড়া এলাকার বাসিন্দা এবং বাবু শেখের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া বাস টার্মিনালের যাত্রী ছাউনির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫৩ পুরিয়া হেরোইন।
এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত একটি মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তীতে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
এ প্রসঙ্গে গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান,”মাদক নির্মূল ও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
মন্তব্য