রবিবার, ৪ মে ২০২৫
 

লালপুরে অস্ত্রের ঝনঝনানী উদ্ধারের নেই তৎপরতা মাদকে ছড়াছড়ি বেড়েছে চুরি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ মে ২০২৫

---



লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় গুলি বর্ষণের ঘটনা ঘটে আসছে। এতে পুলিশ প্রশাসন অস্ত্র উদ্ধার সহ মূলহোতাদের আটক করতে ব্যর্থ হচ্ছেন। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের ছড়াছড়ি হয়ে গেছে। যেন হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মাদক। আর বেড়ে গেছে গরু, ছাগল, বাই সাইকেল, মটরসাইকেল, চার্জার ভ্যান ও ভ্যানের ব্যাটারি সহ বাড়ীর চুরিরমত মত ঘটনা।


এছাড়াও আইনজীবের বাড়ি সহ বিভিন্ন বাড়িতে ডাকাতি হয়েছে। জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ঈদের নামাজ শেষে বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটে। আর মাদকের টাকা চাওয়া কে কেন্দ্র করে দিনের আলোয় একজন মাদক কারবারি মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর লক্ষ্যে উপরের দিকে গুলি বর্ষণ করেও পার পেয়ে যাচ্ছে। অন্য দিকে ঈশ্বরদী ইউনিয়নের এক ইউপি সদস্যকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে দুর্বৃত্তরা। এসব ঘটনায় পুলিশ অস্ত্র উদ্ধার সহ মূলহোতাদের আটক করতে পারেনি। ফলে বেড়ে গেছে সন্ত্রাসী কর্মকাণ্ড। এসব ঘটনায় উপজেলার বিভিন্ন গ্রামের মানুষের সহ অভিযোগকারীরা আতংকে দিন কাটাচ্ছেন।

এদিকে থানা থেকে একজন অভিযুক্ত ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। দায়িত্বে অবহেলার অভিযোগে থানার ওসি নাজমুল হক সহ একজন এ এস আই ও ২জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বিভিন্ন ঘটনায় ভুক্তভোগীরা থানায় লেখিত ও মৌখিক অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না বলে জানা গেছে। অভিযোগ উঠেছে আইন শৃংখলার পরিস্থিতি নিয়েও।


এদিকে লালপুর উপজেলার বিলমাড়ীয়া, মোহরকয়া, সালামপুর, দিগোলকান্দি, রামপাড়া, বোয়ালিয়াপাড়া,কচুয়া, গৌরীপুর, পালিদেহা, জোকাদহ( ভাদুর

বটতলা), কাজীপাড়া, তিলোকপুর, নবীনগর ,কলসনগর,ওয়ালিয়া,কদিমচিলান,

আব্দুলপুর, গোপালপুর পৌরসভার বিভিন্ন মহল্লা সহ লালপুর সদরে মাদকে ছেয়ে গেছে। এসব মাদক আখড়াই ফেন্সিডিল, হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ মদের রমরমা ব্যবসা চলছে বলে জানা গেছে। পুলিশের সাথে সখ্যতা করে মাদক ব্যবসায়ীরা মাদকের ব্যবসা করে যাচ্ছে বলে অভিযোগ তুলেছে স্থানীয়রা। তবে পুলিশ সদস্যদের ও মাদক ব্যবসায়ীদের নাম বলতে নারাজ স্থানীয়রা। উপজেলা আইন শৃংখলা সভায় বক্তরা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের রমরমা ব্যবসা চলছে। মাদক ব্যবসায়ীর সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।


এবিষয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় লালপুর থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান বলেন , পুলিশ অস্ত্র উদ্ধার জন্য তৎপর রয়েছে। মাদক ব্যবসায়ী ও চুরি ডাকাতির বিষয়ে তদন্ত সাপেক্ষে শনাক্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon