এনামুল হক, বিশেষ প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দুই মাস ব্যাপী ভ্রাম্যমান
বেসিক কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী দিনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত বুধবার উপজেলা হল রুমে
সকাল ১১ ঘণ্টায় পিরোজপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মমিনুল হক বাকাউলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।এ সময় প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৪০ জন ছাত্রছাত্রীদের হাতে সনদপত্র ও যাতায়াত ভাড়া অর্থ প্রদান করা হয়। প্রশিক্ষণ আর্থিদের হাতে সনদপত্র প্রধান করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা ও পিরোজপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মমিনুল হক বাকাউল। এ সময় অন্যান্যদের বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জাহিদ হোসেন, প্রশিক্ষক ফারুক আহমেদ রিজভী,কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক প্রমূখ। উল্লেখ্য কাউখালী উপজেলা যুব উন্নয়ন পরিদপ্তর কর্তৃক আয়োজিত যুব উন্নয়ন অধিদপ্তরের টেকাব শীর্ষক প্রকল্পের আওতায় গাড়িতে বসে ভ্রাম্যমান ট্রেন্ডিং সেন্টারের শিক্ষার্থীদেরকে বেসিক কম্পিউটার ও নেটওয়ার্কিং কোর্সের প্রশিক্ষণ ২ মার্চ ২০২৫ রবিবার উদ্বোধন করে ২৩ এপ্রিল সমাপ্ত করা হয়। ৪০ জন ছাত্র-ছাত্রী এই প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রত্যেক শিক্ষার্থীকে দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা ও নাস্তা এবং সনদপত্র বিতরণ করা হয়।
মন্তব্য