মঙ্গলবার, ৬ মে ২০২৫
 

গোয়ালন্দে উপজেলা সাবেক স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ মে ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:


রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার পুলিশের বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন  মামলার আসামি গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ফরিদুল ইসলাম ফরিদ (৪৬) কে গ্রেফতার করেছে পুলিশ।


শনিবার (৩ মে) বেলা ১১টা ৫০ মিনিটে গোয়ালন্দ  উপজেলার দৌলতদিয়া ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আসামি হলো রাজবাড়ী জেলার গোয়ালন্দু উপজেলার পৌর ৪ নং ওয়ার্ডের কুমড়াকান্দি এলাকার মোঃ গিয়াস উদ্দিন শেখ  ছেলে মোঃ ফরিদুল ইসলাম ফরিদ


গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান,ছাত্র আন্দোলনে গত ৪ঠা আগস্ট গোয়ালন্দ রেলগেটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিক্ষার্থী শরিফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামী করা হয়েছে।এই মামলায় ফরিদুল ইসলাম ফরিদ কে গ্রেফতার করা হয় । তিনি গোয়ালন্দ উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।


পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ এর নেতৃত্বে অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামিকে রাজবাড়ী বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon