জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (জেইউএসসি) আয়োজন করতে যাচ্ছে “JUSC Research Workshop 2025” শীর্ষক দিনব্যাপী কর্মশালা। আগামী ১৭ মে (শনিবার) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে এ কর্মশাল আয়োজিত হবে।
গবেষণা বিষয়ক এ সেমিনারে বিশ্ববিদ্যালয় পর্যায়ের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা সহ স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করতে পারবে। রিসার্চ ওয়ার্কশপের কনভেনরের দায়িত্ব পালন করছেন ক্লাবের হেড অব সায়েন্টিফিক রিসার্চ তানভীর মাজহার, কো-কনভেনরের দায়িত্ব পালন করছেন কো-হেড অব সায়েন্টিফিক রিসার্চ ইরফাতুল জান্নাত তানিয় এবং হেড অব রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সাইফুল ইসলাম।
শনিবার (৩মে) জাবি সায়েন্স ক্লাবের দপ্তর সম্পাদক সুকর্ণা কুন্ডু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
কর্মশালায় গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে তা বাস্তবায়ন ও প্রকাশনার নানা দিক নিয়ে বিশদ আলোচনা করা হবে। কর্মশালায় আলোচক হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও খ্যাতনামা বিজ্ঞানী অধ্যাপক এনামুল হক। তিনি “Mastering Manuscript Writing- Ethics, Structure & Publication” বিষয়ে আলোচন করবেন।
২০২৩ ও ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত স্ট্যানফোর্ডর বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রাকাশিত শীর্ষ ২শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছিলেন অধ্যাপক এনামুল হক। তার গবেষণাকর্মের স্বীকৃতি স্বরূপ তিনি বিএএস গোল্ড মেডেল (২০২৩) এ ভূষিত হয়েছেন। এছাড়া, তিনি ২০০ এর অধিক পিয়ার-রিভিউড বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ করেছেন পাশাপাশি ১৯টি গবেষণাপত্র সফলভাবে সম্পন্ন করেছেন।
দ্বিতীয় সেশনে “Idea, Iteration, Impact: A Researcher’s Reflection” বিষয়ে আলোচনা করবেন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী-অধ্যাপক নাদিম শরীফ। তিনি ভাইরোলজি, বায়োইনফরমেটিক্স ও গাট মাইক্রোবায়োম নিয়ে কাজ করেন। তিনি ৪৫ এর বেশি গবেষণাপত্র প্রকাশনা করেন এবং ১০০ এর বেশি বৈজ্ঞানিক প্রবন্ধ পর্যালোচনা করেন। তিনি The Lancet এবং Scientific Reports এর রিভিউয়ার হিসেবে কাজ করেছেন।
এই সেশন দুটিতে আমন্ত্রিত গবেষকবৃন্দ তাদেও অভিজ্ঞতা, আইডিয়া থেকে পাবলিকেশন পর্যন্ত প্রতিটি ধাপে অর্জিত শিক্ষা এবং তরুণ গবেষকদের জন্য প্র্যাক্টিক্যাল দিকনির্দেশনা তুলে ধরবেন। জাবি সায়েন্স ক্লাবের এ আয়োজন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লাবের অফিশিয়াল ফেসবুক পেইজ Jahangirnagar University Science Club ভিজিট করুন।
জাবি সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক মুসা বলেন, “গবেষণার বাস্তব অভিজ্ঞতা শোনা এবং ম্যানুস্ক্রিপ্ট লেখার কলা-কৌশল জানা একজন নবীন গবেষকের জন্য আত্মবিশ্বাস অর্জন ও দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই কর্মশালার মাধ্যমে সেই মূল্যবান জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।”
সেমিনার সম্পর্কে জাবি সায়েন্স ক্লাবের সভাপতি মো. সৌরভ বলেন, “জাবি সায়েন্স ক্লাব বিজ্ঞানের প্রসার ও বিজ্ঞানমনস্ক জাতি গঠনের লক্ষ্যে দুই দশকের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতের গবেষক তৈরিতে জাবি সায়েন্স ক্লাবের এ রিসার্চ ওয়ার্কশপ একটি নিয়মিত প্রচেষ্টা। আমাদের এ শিক্ষার্থীদের গবেষণামুখী করে তুলতে সহযোগিতা করবে বলে আশা করছি।”
প্রসঙ্গত, জাবি সায়েন্স ক্লাব বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারতায় গণিত অলিম্পিয়াড, জাতীয় বিজ্ঞান মেলাসহ বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা, সভা ও সেমিনারের আয়োজন করে থাকে। এছাড়া, ক্লাবের নিজস্ব প্রকাশনা ‘নিউক্লিয়াস’ এবং ‘অরবিটাল’ এর মাধ্যমে ক্লাবটি বিজ্ঞানের বার্তা ছড়িয়ে দিচ্ছে।
মন্তব্য