শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
 

বিএনপি নেতাদের দ্রুত আরোগ্য কামনায় মোহাম্মদপুরে শ্রমিক দলের দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫

---

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা নজরুল ইসলাম খান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের দ্রুত আরোগ্য কামনায় মোহাম্মদপুরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মোহাম্মদপুর থানা শ্রমিক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল হাওলাদার ও সাবেক সদস্য সচিব হেমায়েত গাজীর সার্বিক সহযোগিতায় এবং ৩৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম মনির ও বাদল শরীফের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের অন্যতম সদস্য জাহাঙ্গীর খান, সিরাজুল ইসলাম সিরাজ, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহিন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অপু, মোহাম্মদপুর থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আমান উল্লাহ, বিল্লাল মাদ্রাজি, মোঃ সবুজ মামা, নুর আলম, আক্তার হোসেন ও মোঃ হানিফসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে বক্তারা নজরুল ইসলাম খান ও আনোয়ার হোসেনের কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁরা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার অগ্রণী সৈনিক। তাঁদের সুস্থতা জাতির জন্য এক অনুপ্রেরণা হবে। মাহফিলে উপস্থিত সবাই তাঁদের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাতে অংশ নেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon