বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
 

ঢাকা উত্তর সিটির ৪৭ নং ওয়ার্ডে প্রতি মাসে কোটি টাকার ময়লা বাণিজ্যের অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৫

---
নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সূত্র ও এলাকাবাসী জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭ নং ওয়ার্ডে একটি মহল প্রতি মাসে প্রায় দুই কোটি টাকার ময়লা বাণিজ্য করে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা জানান, ৪৭ নং ওয়ার্ড থেকে প্রতি মাসে প্রায় দুই কোটি টাকা আদায় করে বিভিন্ন মহলে ভাগ করে নেওয়া হয়। এই টাকার একটি অংশ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাদেরও দিতে হয়।

এ বিষয়ে সহকারী প্রধান বর্জ্য ও ব্যবস্থাপনা কর্মকর্তা আসাদুল ইসলাম (অঞ্চল-০৭)-এর কাছে জানতে চাওয়া হয়েছিল যে, তার অধীনস্থ ৪৭ নং ওয়ার্ড থেকে প্রতি মাসে দুই কোটি টাকা আদায় করা হয় এবং তারা সেই টাকার ভাগ পেয়ে থাকেন কি না। জবাবে আসাদুল জানান, কে বা কারা এই টাকা উত্তোলন করে তা তার জানা নেই।

অন্যদিকে, প্রধান বর্জ্য ও ব্যবস্থাপনা কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমাদের প্রতিষ্ঠানে লোকবল ও সরঞ্জামের অভাব আছে। তাই যেকোনো কাজ সম্পন্ন করতে আমাদের সময় লাগে। আমরা আশা করি আগামীতে আরও ভালো কিছু করতে পারব।”

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon