রবিবার, ৩১ আগস্ট ২০২৫
 

এন্টি প্লাগারিজম ও দেশের একাডেমিক এর অবস্থা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫

 

 ---

হুমায়ূন আহমেদ সোহাগ

আমরা যারা ইংল্যান্ডে পড়াশোনা  করেছি তারা কেন জানি ইংল্যান্ডের এবং বাংলাদেশের পড়াশোনা নিয়ে কোন কিছু বলতে  চাই না ,ভয় পায় এজন্যই যে বাংলাদেশ থেকে কেউ না জানি পাছে সমালোচনা করে.

যাই হোক মূল কথায় আসি,আমার ল তে গ্রাজুয়েশন কমপ্লিট করতে  কয়েক বছর সময় ব্যয় করতে হয়েছে.

এই দীর্ঘ সময়ে আমার ইউনিভার্সিটি’র কোন ভিপি আছে কিনা বা কোন কনসার্ট বা কোন পার্টি হয়েছে কিনা আমার জানা নেই.

আমাদেরকে এক কোর্ট থেকে আরেক কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল প্রাক্টিক্যাল এক্সপেরিয়েন্স এর জন্য.বিভিন্ন ল ফার্ম থেকে এসে আমাদেরকে তাদের এক্সপেরিয়েন্স শেয়ার করত.

একেক দিন একেক রুমে ক্লাস হইত এবং ক্লাসের টেবিল বা বেঞ্চের বসার স্টাইল এমনভাবে থাকতো যেন আমরা সবাই ফ্রন্টে বসে আছি কেউ ব্যাক সিটে বসে নেই..

প্রথমে আমাদের ক্লাস টিচার কয়েক মিনিট লেকচার দিত , তারপর আমাদেরকে তিন-চার  জনের গ্রুপ করে দিত ,যাতে আমরা পড়াটা বুঝলাম কিনা এবং সেটা স্যার কে বুঝিয়ে দিতাম গ্রুপ  বেজড করে..

এরপর অ্যাসাইনমেন্ট,এসাইনমেন্টে আমাদের আলাদা টিচার থাকতো .যখনই কোন কিছুতে আটকাই যাইতাম যেকোনো সময় ওই টিচারের সাথে যোগাযোগ করতে পারতাম.উনি বুঝিয়ে দিতেন .যদি অনলাইনে না বুঝতাম -ইউনিভার্সিটিতে গিয়ে ফেস টু ফেস বুঝিয়ে দিত.

বিশাল লাইব্রেরীতে স্টুডেন্টরা অনেক রাত পর্যন্ত  পড়াশুনা করত.

লাইব্রেরীতে গ্রুপ জোন থেকে শুরু করে একেবারে কুয়াইট  জোন পর্যন্ত বিভক্ত ছিল.অসংখ্য পিসি-ল্যাপটপ আর অনেক ওয়েবসাইট,যেখান থেকে ইচ্ছামত  পড়াশুনার আর্টিকেল -জার্নাল যা খুশি ডাউনলোড দেওয়া যেত..

পড়াশোনা শেষ হওয়ার কয়েক মাস আগে থেকে বিভিন্ন কোম্পানি আসা শুরু করে জবের ব্যাপারে.

বিশ্বস্ত সূত্র থেকে জানলাম ,ঢাকা ইউনিভার্সিটি’র মত জায়গায় টার্নটিন ( Anti Plagarism Scan)ব্যবহার করেনা..

ইংল্যান্ডে এই টার্নটিনের কবলে পড়ে এসাইনমেন্ট বারবার করতে করতে আমাদের মাথার তার  ছিঁড়ে যেত।

যাই হোক,দেখলাম ঢাকা ইউনিভার্সিটি Dubd21 নামক একটা এন্টি  প্লাগারিজম সফটওয়্যার ব্যবহার করে যেটা খুবই দুর্বল.এটি ইন্টারন্যাশনাল মানের একেবারেই না..

এই এন্টি প্লাগারিজমে ঢাকা ইউনিভার্সিটির কিছুভন্ড শিক্ষক সহ  অনেকের phd - mphil বাতিল হয়েছে ..তাহলে বুঝুন, কি অবস্থা দেশের একাডেমী গুলোতে !

২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের উচিত এখনই একাডেমিক বিষয়গুলো ঢেলে সাজানো

লেখক: শিক্ষার্থী, লন্ডন মেট্রোপলিটন ইউনিভারসিটি ,ইংল্যান্ড)

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon