মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ঘটে যাওয়া ক্লুলেস গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী সাগর শেখ (২০) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর একটি চৌকস দল। রবিবার (৩১ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুর সিপিসি-৩ এর আওতায় পরিচালিত এক অভিযানে রাজবাড়ীর চরচাঁদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার দুপুর ১২টার দিকে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, নিহত গৃহবধূ চর বালিয়াকান্দি এলাকার নিজস্ব বাড়িতে একা বসবাস করতেন, তার স্বামী বিদেশে কর্মরত। ১০ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে এক প্রতিবেশী তার বাড়িতে গিয়ে তাকে খাটে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ৯ আগস্ট রাত ৯:৩০ থেকে ১০ আগস্ট সকাল ৭:৩০-এর মধ্যে কোনো এক সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ সময় ঘরে থাকা একটি বাটন মোবাইল, একটি অ্যান্ড্রয়েড ফোন এবং একটি ট্যাব চুরি হয়।
নিহতের শ্বশুর মো. ছালাম সরদার (৬১) গোয়ালন্দঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সন্দেহে সাগর শেখকে গ্রেফতার করা হয়। সে রাজবাড়ী সদর উপজেলার চর খানখানাপুর এলাকার বাসিন্দা, পিতা মান্নান শেখ।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ব-১০ জানিয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা তৎপর এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য