মোঃ রাকিব উদ্দিন ফয়সাল, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
“তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক”—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকালে উপজেলার ভোলাবো ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চারিতালুক এলাকায় স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আঃ হালিম। সভাপতিত্ব করেন জিয়া মঞ্চের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আওলাদ হোসেন আলো।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে তরুণ প্রজন্ম সবসময় পরিবর্তনের প্রতীক হয়ে এসেছে। দেশের ২০২৫ সালের সম্ভাব্য নির্বাচন ঘিরে তরুণ ভোটারদের ভূমিকাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বক্তারা দাবি করেন, তরুণরা যদি ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট প্রদান করে, তাহলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলাবো ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম কিবরিয়া। তিনি বলেন—
“তারুণ্যের শক্তি দেশের অমূল্য সম্পদ। এই শক্তিকে যদি সঠিক পথে কাজে লাগানো যায়, তবে দেশে একটি গণতান্ত্রিক পরিবর্তন ঘটানো সম্ভব। বিএনপি সবসময় তরুণদের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে।”
অন্যান্য স্থানীয় নেতাকর্মীরাও একে একে বক্তব্য রাখেন। তারা বলেন, আওয়ামী সরকারের অধীনে দেশে ন্যায্য ভোটাধিকার বারবার কেড়ে নেওয়া হয়েছে। এবার আর তা হতে দেওয়া যাবে না। তাই আগামী নির্বাচনে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানান তারা।
মতবিনিময় সভায় চারিতালুক এলাকার শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। ব্যানার-ফেস্টুনে স্লোগান ধ্বনিতে মুখর হয়ে ওঠে সভাস্থল। তরুণ প্রজন্মের উপস্থিতি সভাকে আরও প্রাণবন্ত করে তোলে।
সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়, তরুণ ভোটারদের সচেতন করতে বাড়ি-বাড়ি প্রচারণা চালানো হবে। গণসংযোগের মাধ্যমে বিএনপির প্রতীক ধানের শীষকে সর্বস্তরে পৌঁছে দেওয়া হবে। তরুণদের নেতৃত্বেই হবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন।
প্রধান অতিথি আঃ হালিম বলেন— “আমরা তরুণদের উপর নির্ভর করি। কারণ আজকের ছাত্র-যুবকরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোট বিপ্লবে অংশ নিতে হবে।”
মন্তব্য