রবিবার, ৩১ আগস্ট ২০২৫
 

অমর্ত্য ও শরণের নেতৃত্বে ছাত্র ইউনিয়ন একাংশের প্যানেল ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫

---

জাবি প্রতিনিধি 
জাকসু নির্বাচনকে কেন্দ্র করে ‘সম্প্রীতির ঐক্য’ নামে প্যানেল ঘোষণা করেছে ছাত্র ইউনিয়নের একাংশ। গতকাল শুক্রবার বিকেল ৬টায় প্যানেলটি ঘোষণা করেন জাবি ডিবেট অর্গানাইজেশনের সভাপতি তাপসী দে প্রাপ্তি।
প্যানেলটি বিশ্লষণ করলে দেখা যায়, এখানে ২৫জনের মধ্যে ১১জন নারী। এছাড়াও, সমতল ও পাহড়ের আদিবাসী ৭জন, মুসলিম ১৪জন, সনাতন ধর্মাবলম্বী ৬জন, বৌদ্ধ ৩জন এবং খ্রিস্টান ২জন।
প্যানেলটি থেকে সহ-সভাপতি (ভিপি) পদে জাবি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অমর্ত্য রায় জন, সাধারণ সম্পাদক পদে সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি শরণ এহসান, নারী যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীরনগর ফটোগ্রাফি সোসাইটির সাধারণ সম্পাদক ফারিয়া জামান নিকি, পুরুষ যুগ্ম সাধারণ সম্পাদক পদে জহির রায়হান চলচ্চিত্র সংসদের সভাপতি নূর এ জামীম স্রোত প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছড়াও শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে সুকান্ত বর্মণ, পরিবেশ ও প্রভৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক পদে বিপ্লবী ছাত্র মৈন্ত্রীর সংগঠক
সোমা ডুমরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে আতিকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক পদে রাহাতুল ফেরদৌস রাত্রি, সহ- সাংস্কৃতিক সম্পাদক পদে মায়মুনা বিনতে সাইফুল, নাট্য সম্পাদক পদে ইগিমি চাকমা, নারী সহ ক্রীড়া সম্পাদক পদে প্রত্যাশা ত্রিপুরা, পুরুষ সহ-ক্রীড়া সম্পাদক পদে রেংথ্রি ম্রো, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে মো: মাহফুজ আহমেদ, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে আবরার হক বিন সাজেদ, নারী সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাইশা মনি, পুরুষ সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে তাজুন ইসলাম, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে লাবিবা মুবাশশিরা ইশাদি, পরিবহণ ও যোগাযোগ সম্পাদক পদে সীমান্ত বর্ধন, নারী কার্যকরী সদস্য পদে আরিফা জান্নাত, আনিকা তাবাসসুম ফারাবী ও নিহ্লা অং মারমা এবং পুরুষ কার্যকরী সদস্য পদে সৈকত কুমার কানু, চুই থুই প্রু মারমা ও এরফানুল ইসলাম ইফতু প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্যানেল ঘোষণা শেষে জাবি ডিবেট অর্গানাইজেশনের সভাপতি তাপসী দে প্রাপ্তি বলেন, সকলের প্রতিনিধিত্ব রয়েছে এই প্যানেলে। সেজন্যই নাম দেওয়া হয়েছে সম্প্রীতির ঐক্য।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon