রবিবার, ৩১ আগস্ট ২০২৫
 

দক্ষিণখানে বিএনপির আলোচনা সভা: সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫

 ---

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল তালুকদার বলেছেন, সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাং নির্মূল করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। জনগণ যদি সচেতন হয় তবে কোনো অপরাধ চক্রই টিকতে পারবে না।

শুক্রবার রাতে দক্ষিণখান থানার ৪৭ নং ওয়ার্ডে এলাকাবাসীকে নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ৪৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলামিন সরকার। এতে দক্ষিণখান থানা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকের কবল ও কিশোর গ্যাং থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে ভূমিকা রাখতে হবে। রাজনৈতিক নেতৃবৃন্দও এ বিষয়ে সক্রিয় ভূমিকা রাখলে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা সহজ হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon