রবিবার, ৩১ আগস্ট ২০২৫
 

গোয়ালন্দ পাক দরবার শরীফ পীরের কবরকে উঁচু স্থান থেকে নিচে করার জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে গোয়ালন্দ পাক দরবার শরীফের পীর ও ইমাম মেহেদী দাবিদার নুরুল হক ওরফে নুরা পাগল (৮৫) এর অস্বাভাবিক কবরকে কেন্দ্র করে মানুষের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটি ও তৌহিদী জনতার আয়োজনে উপজেলা মডেল মসজিদের নিচতলায় শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০ টার আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা মো. জালাল উদ্দিন প্রামানিকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা মোঃ ইলিয়াস মোল্লা, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যাক্ষ কে মোহিত হীরা, উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি মো. আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, পৌর বিএনপি’র সভাপতি মো. কাশেম মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম, ইদ্রিসিয়া মাদ্রাসার নায়েবে মোহতামিম মুফতি শামসুল হুদা, উপজেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মুফতি আবুল হোসাইন, উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি আজম আহমাদ, বাজার বড় মসজিদের ইমাম হাফেজ আবু সাইদ সহ উপজেলা বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষক, শিক্ষার্থী, তৌহিদী জনতা প্রমুখ।

 ---

জেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা মো. ইলিয়াস মোল্লা বলেন, ইমাম মেহেদী দাবীদার নুরার পাগলের মাজার ও কবর নিয়ে আমাদের তিনটি দাবি ছিল, তিনটি দাবির মধ্যে দুটি দাবি মেনেছে ও একটি দাবি বাকি আছে সেটি হলো ১২ ফুট উঁচু স্থানের কবর নিচু করতে হবে। ইতিমধ্যে আমরা জেলা জেলা প্রশাসকের সাথে কয়েকবার মিটিং করেছি, সেখানে প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা ছিল। নুরাল পাগলের পরিবার গত শুক্রবার পর্যন্ত সময় নিয়েছিল, সেটে মেনে পড়ে পুনরায় আরো এক সপ্তাহ ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত সময় নিয়েছে। এই বৃহস্পতিবার এর মধ্যে যদি কোন ফয়সালা না হয় তাহলে আমরা শুক্রবার বিক্ষোভ মিছিলের ডাক দিব, বিক্ষোভ মিছিল শেষে বিভিন্ন কর্মসূচী দিবো। আমরা তৌহিদী জনতা একতাবদ্ধ হয়ে আছি, প্রয়োজনে আমরা মার্চ টু গোয়ালন্দ দিব। মার্চ টু গোয়ালন্দে হাজার হাজার তৌহিদী জনতা ও মুসলিম এক হবে। গোয়ালন্দের বুকে কোন নুরাল পাগলের মাজার রাখা যাবে না। এই গোয়ালন্দে ইসলাম বিরোধী কোন কাজ হবে না। বিশেষ করে কবরের মতন একটি শেষ বিদায় এমন কাজ কখনোই তৌহিদী জনতা মানবে না।

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon