রবিবার, ২৪ আগস্ট ২০২৫
 

জালিয়াতি করে ডাম্পিং ইয়ার্ড থেকে মোটরসাইকেল অবমুক্ত করার চেষ্টা: ১ মাসের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫

---

বাহাউদ্দীন তালুকদার :

গত শনিবার (২ আগস্ট ২০২৫) বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় মোহাম্মদ রমজান আলী (২১) নামক এক ব্যক্তির মোটরসাইকেল আটক করে ট্রাফিক মিরপুর বিভাগের ডাম্পিং ইয়ার্ডে রাখা হয়। পরবর্তীতে ঐ ব্যক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া রেকার স্লিপ এবং ডাম্পিং স্লিপ তৈরি করে রোববার (১০ আগস্ট ২৫) ডাম্পিং ইয়ার্ড থেকে মোটরসাইকেলটি ছাড়াতে যায়।

 

সোমবার (১১ আগস্ট ২৫) দুপুরে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিরপুর বিভাগ, ডিএমপি মোঃ বিলাল হোসাইন স্বাক্ষরিত এক আদেশে আসামী মোহাম্মদ রমজান আলীর বিরুদ্ধে আনীত ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬ এর ৭৫ তৎসহ পেনাল কোড ১৮৬০ এর ৪৬৫ ধারার অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে উক্ত ধারায় দোষী সাব্যস্ত করে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

 

এ সময় ডাম্পিং ইয়ার্ডে কর্তব্যরত ইনচার্জ পুলিশ সার্জেন্ট রেহেনা পারভিন বিষয়টি খেয়াল করেন এবং লক্ষ্য করেন যে জালিয়াতির মাধ্যমে প্রস্তুতকৃত স্লিপে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর ও সিল জাল করা। বিষয়টি রেকার ইনচার্জ হুমায়ুন কবির’কে অবগত করলে তাকে আটক করার নির্দেশ দেন। তাৎক্ষণিক রমজান আলীকে আটক করে জালিয়াতির মাধ্যমে প্রস্তুতকৃত কাগজপত্র জব্দ করা হয়।

 

পুলিশ সার্জেন্ট রেহেনা পারভিন, সার্জেন্ট হুমায়ুন কবির, সার্জেন্ট জাকারিয়া, সার্জেন্ট পান্না ট্রাফিক মিরপুরের ডিসি গৌতম কুমার বিশ্বাসের নির্দেশে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিরপুর বিভাগ, ডিএমপি মোঃ বিলাল হোসাইনের সামনে হাজির করেন। ঘটনার বিষয় অবগত করা হলে আসামী দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon