![]()
আব্বাস উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
হ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের উদ্যোগে শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া ফুড গার্ডেন হলরুমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়্যারপারসন বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় ব্রাহ্মণবাড়িয়া জিয়া পরিষদের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি এডভোকেট মোঃ গোলাম সরওয়ার ভুইয়া খোকন। জেলা জিয়া পরিষদের যুগ্ন আহবায়ক হাজী এনাম আহমেদের সভাপতিত্বে ও জেলা জিয়া পরিষদের যুগ্ন আহবায়ক আরমানুল ইসলাম লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের সদস্য সচিব শামীমা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক খোশ পেয়ারা কবির, জেলা জিয়া পরিষদের যুগ্ন আহবায়ক শরীফ মালদার ও সদস্য অধ্যাপক ফরিদ চৌধুরী প্রমুখ। উক্ত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সভাপতি সিপন সিকদার, সরাইল উপজেলা জিয়া পরিষদের সভাপতি আব্বাস উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া।।



মন্তব্য